টলিউড অভিনেত্রী তথা সংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে ভক্ত মনে বরাবরই উত্তেজনা পারদ থাকে তুঙ্গে। পর্দায় মিমি মানেই ভক্তদের কাছএ বাড়তি পাওনা
প্রতিনিয়ত মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া পাতায় তাই চোখ রেখে চলেন ভক্তরা। কবে ফিরছেন তিনি পর্দায়, কী করছেন অভিনেত্রী, তার নিত্য নতুন পোস্ট ঘিরে জল্পনা থাকে তুঙ্গে।
কখনও তাঁর গান কখনও আবার তাঁর বোল্ড লুকে হট পোস্ট, দর্শকদের বরাবরই খুব পছন্দের। খোলা মনে খুব একটা ভক্তদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় না মিমি চক্রবর্তীকে।
তবে এবার ঘটল উল্টো এক ঘটনা। হঠাৎই সোশ্যাল মিডিয়া হাজির হয়ে মিমি চক্রবর্তী, বলে বসলেন ''আমাকে যা খুশি জিজ্ঞাসা করুন।'' ব্যস, ভক্তদের পায় কে?
দেখামাত্রই ভক্তদের আর আটকায় কে, এক ভক্ত আবেদন করে বসলেন আপনার প্রেমিককে দেখতে চাই। এর পর ঠিক কী ঘটল?
এই প্রশ্ন শুনে খুব একটা মেজাজ হারালেন না মিমি চক্রবর্তী। বড় কথা মতই ভক্তকে দিলেন স্পষ্ট উত্তর। কী বললেন মিমি? শুনলে অবাক হবেন
পাল্টা মজার ছলে উত্তর দিলেন আমিও দেখতে চাই, অর্থাৎ ইঙ্গিতে তিনি স্পষ্ট করে দিলেন প্রেম তিনি করছেন না। মানে এখন মিমি চক্রবর্তী সিঙ্গল,
তবে মিমি বললেও খুব একটা এই সত্যি মেনে নিতে পারছেন না ভক্তরা। কোথাও গিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সকলের মনে সত্যি কি তাই?