03 March, 2024

পায়ে হিল, মঞ্চে নাচ অন্তঃসত্ত্বা দীপিকার, খেপে গেল নেটপাড়া

TV9 Bangla

২৯ ফেব্রুয়ারি মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে থেকেই খুশির হাওয়ায় ভক্তমহল। রণবীর সিং বাবা হতে চলেছেন। 

তবে মাত্র দুই মাসের মাথাতেই সুখবর শেয়ার করে দিলেন তিনি। এখনও নেই বেবিবাম্প। যদিও জুটি প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা বার্তার বন্যা। 

তবে এ কী কাণ্ড? তারই মাঝে এ কী করে বসলেন দীপিকা পাড়ুকোন, যা দেখে রীতিমত অবাক সকলে। সদ্য তাঁরা জামনগরে পৌঁছিয়েছেন। 

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হাইহিল পরে জমিয়ে স্বামী রণবীর সিং-এর সঙ্গে নেচে মঞ্চ কাঁপালেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। 

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ তুঙ্গে। সকলেই একপ্রকার দীপিকাকে সাবধানে থাকার উপদেশ দিলেন।  দীপিকার পায়ে হিল দেখে অবাক সকলে। 

একজন লিখলেন, দয়া করে এই সময়টা হিল পরবেন না। আবার কেউ লিখলেন এই সময়টা সাবধানে থাকতে। 

কেউ কেউ দীপিকা ও রণবীরের নাচ দেখে তো আবার অন্যসুরে কথা বললেন। কেউ বললেন সন্তান হয়তো সারোগেসিতে আসতে চলেছে।

যদিও সেই প্রসঙ্গে কিছুই বলা যায় না। কারণ এখন সবে মাত্র ২ মাস। সেপ্টেম্বরে তাঁদের কোলে আসতে চলেছে সন্তান।