দেবলীনা কুমার, নাচ, অভিনয় নিয়ে বেশ ভালই থাকেন অভিনেত্রী। ছোট পর্দা থেকে বড়পর্দা, মাঝে মধ্যে নানা চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে
সিরিয়ালে একটা সময় টানা অভিনয় করেছেন তিনি। তবে এখানেই শেষ নয়। দেবলীনা কুমার নাচের জগতের সঙ্গেও অতপ্রতভাবে জড়িত।
ডান্স রিয়্যালিটি শোয়ে তাঁকে দেখা গিয়েছে মেন্টর হিসেবেও। নানা অনুষ্ঠানে বিশেষ পারফর্মেন্সও থাকে তাঁর। এবার পুজোর ছবিতে তিনি
আসছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ছবি রক্তবীজ। যেখানে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। ইতিমধ্যেই ভাইরাল ট্রেলার
এবার সেই সিনেমায় থাকছেন দেবলীনা কুমার। সেখানেই তাঁর বিপরীতে দেখা যাবে টলিউড অভিনেতা সত্যম ভট্টাচার্যকে। তাঁর বিপরীতে দেখা যাবে তাঁকে।
টলিউডে নতুন জুটি। যদিও ছবিতে তাঁদের ভূমিকা কী, তা নিয়ে এখনই কোনও স্পষ্ট ধারণা তৈরি হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি
যেখানে দেখা গেল এই জুটিকে একসঙ্গে। নেচে সমলের মন জয় করলেন দেবলীনা। পাশে দাঁড়িয়ে নানা মুডে পোজ় দিলেন সত্যম, এবার পুজোর মুক্তিতে থাকছেন তাঁরা
দেবলীনা কুমার অভিনয় ও নাচের পাশাপাশি বরাবরই ঘুরতে ভীষণ পছন্দ করেন। তাই মাঝে মধ্যেই সময় সুযোগ পেলে দেবলীনা কলকাতা ছাড়েন। বেরিয়ে পড়েন একান্তে সময় কাটাতে।