নোরা ফাতেহি, প্রথম থেকেই যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। চেয়েছিলেন অভিনেত্রী হতে, এখন তিনি সিনেপাড়ার অন্যতম সেরা আইটেম গার্ল।
তাঁর নাচ থেকে শুরু করে গান, সবটাই দর্শক মনে বারবার জায়গা করে থাকে। বিভিন্ন রিয়্যালিটি শোয়ে জায়গা করে নিতে দেখা যায় নোরাকে।
তবে একবার টিভির পর্দায় এমন কাণ্ড ঘটাতে দেখা যায় নোরাকে, যা নিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়।
ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সকল ক্লিপিং। একাধিকবার ডান্স প্লাস প্রো-র মঞ্চে দেখা গেল তাঁকে। এদিন শোয়ে সিলভার রঙের স্কিন টাইট পোশাকে নজরে এলেন তিনি।
যে মেটালিক পোশাকে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন নোরা। আর ফ্লোরে নোরা মানে সেখানে নাচ থাকবে না তা কি হয়? ফলে ‘ডান্স মেরি রানি’ গানের সঙ্গে এবার তিনি পা মেলালেন।
তবে এই নাচ পর্দায় দেখা নাচের সঙ্গে অনেকটা আলাদা। হাতে জলের বোতল নিয়ে ফ্লোরে নোরা। নিতম্ব তুলে বাম্ব ডান্সে যে পোজ় নিলেত তাতে বিচারকদের মুখ খোলা থেকে গিয়েছিল।
নিজেই নিতম্বের জল ঢেলে এমন মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি, যা দর্শকদের একশ্রেণি মোটেও গ্রহণ করতে পারলেন না।
ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। সঙ্গে কটাক্ষের বন্যা বয়ে গেল নেটপাড়ায়। নেটিজ়েনদের প্রশ্ন যেখানে পর্দায় সবে থাকা বিচারক, সেটে উপস্থিত দর্শকই অবাক হয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে টিভির পর্দায় সম্প্রচার কতটা যুক্তিসম্মত? উঠেছিল প্রশ্ন।