11  March, 2024

নুসরতের বুকে প্রাক্তনের নাম!

credit: Pinterest

TV9 Bangla

টলিউডের অন্দরে কত কী যে ঘটে। কিছু ঘটনা সামনে আসে। কিছু আবার থেকে যায় গোপন অন্ধকারে। টলিউডের বিতর্কিত চরিত্র নুসরত জাহান। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। 

লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিট পাননি তিনি। তা নিয়ে প্রকাশ্যে মুখ না খুলকেও কম আলোচনা হচ্ছে না

লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিট পাননি তিনি। তা নিয়ে প্রকাশ্যে মুখ না খুলকেও কম আলোচনা হচ্ছে না

সে যাই হোক, অনেকেই জানবেন বুকে এক ট্যাটু রয়েছে অভিনেত্রী-সাংসদের। তাতে লেখা ‘ভিক্টরি’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় বিজয়। 

কীসের বিজয়? কার নাম ওখানে লেখা? নুসরত কোনওদিনও এ নিয়ে মুখ খোলেননি। তবে টলিউডের গসিপ কর্ণার, নুসরতের একদা ঘনিষ্ঠ বেশ কিছু মানুষের দাবি অন্য

তাঁদের মতে, ওটি আদপে ভিক্টরি নয়। গুঞ্জন বলে ওটি আদপে নুসরতের প্রাক্তন প্রেমিক। কে তিনি? কী করেন?

 ছোটবেলার বিশেষ বন্ধু ভিক্টর ঘোষের নামই নাকি একদা জ্বলজ্বল করত তাঁর বুকে। এও রটেছিল ভিক্টরকে নাকি বিয়েও করেছিলেন নায়িকা। যদিও নুসরত কোনওদিনই এই কথা স্বীকার করেননি।

পরবর্তীতে প্রেম ভেঙেছে বহুবার। ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন পুরুষ। যদিও ট্যাটু মুছে ফেলেননি নুসরত। পরবর্তীতে ভিক্টর-এর সঙ্গে তিনি বাড়তি ‘ওয়াই’ যোগ করে নিয়েছেন, শোনা যায় এমনটাই।