9 January 2024

'একে বারেই মেনে নিতে পারি না', কেন বললেন প্রসেনজিৎ? 

TV9 Bangla

বর্তমানে সেলেবদের নোংরা ভাষা আক্রমণ বা সহজ কথায় যাকে ট্রোলিং বলা হয়, তা মোটেও পছন্দ করেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্পষ্টই জানিয়েছিলেন নিজের মতামত। 

তিনি জানিয়েছিলেন তাঁর মনের কথা, ঠিক কোন কোন যুক্তি এই প্রসঙ্গে তুলে ধরেছিলেন টলিপাড়ার ইন্ডাস্ট্রি? জানুন তার বিস্তারিত মন্তব্য। 

শুরুটা এমন ছিল না। আমি যখন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম, তখন দেখেছিলাম, কীভাবে প্রতিটা পলকে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি হয়।

তখন সকলেই এসে ভাল-খারাপ মুখের ওপর সততার সঙ্গে জানিয়ে দিতেন। কিন্তু সোশ্যাল মিডিয়া শেষ কয়েক বছরে যেভাবে নিজের চরিত্র পাল্টাচ্ছে, তাতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করছি না। 

করছি না, কারণ বর্তমানে যেভাবে সোশ্যাল মিডিয়ায় সেলেবদের আক্রমণ করা হয়, সেটা আমার মোটেও দেখতে ভাল লাগে না। কী ভাষা?

ভাল খারাপ লাগাটা প্রতিটা মানুষের ব্যক্তিগত অনুভুতি। সেখানে দাঁড়িয়ে তাঁরা জানাতেই পারেন, ‘এটা আমার ভাল লাগেনি’ অথবা ‘বাহ, এই কাজটা তো দারুণ হয়েছে’।

এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমি নিজেও মনে করি সব বিষয় মন্তব্য করাটা আমার আয়ত্তের মধ্যে পড়ে না, তাই অন্যের ক্ষেত্রেও গ্রহণ করতে পারি না। 

একটা বিষয়কে বিশ্লেষণ করার জন্য আমার তো সেই বিষয় শিক্ষা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। কিন্তু বলুন তো সবাই কি সেই জ্ঞান নিয়ে ট্রোলের আসরে নামেন?