Prosenjit 9

প্রসেনজিতের অমরসঙ্গী কী জানেন? 

3 September 2023

Prosenjit 8

প্রসেনজিতের অমরসঙ্গী, আজও দর্শকমনে জায়গা করে আছে। তবে তাঁর জীবনে অমরসঙ্গী কী জানেন? 

Prosenjit 7

এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। টলিপাড়ার ইন্ডাস্ট্রি জানিয়ে দিলেন তাঁর সব থেকে পছন্দের জিনিস কী? 

Prosenjit 6

প্রসেনজিৎ ভক্তরা বোধহয় তা খুব সহজেই অনুমান করে নিতে পারেন, কারণ এই জিনিসটি ছাড়া তিনি মোটেও বাইরে বেরতে চান না 

আর তা হল সানগ্লাস। নিজের সানগ্লাস পরা একাধিক ছবি শেয়ার করলেন তিনি। যা ঝড়ের গতিতে ভাইরাল হল নেট দুনিয়ায়। 

সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'Sunglasses আর আমি...আমরা অমর সঙ্গী', মুহূর্তে পোস্ট ভরে গেল লাইক কমেন্টে

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন টলিউড থেকে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁর কাছে একগুচ্ছ ছবির প্রস্তাব 

তাঁর আগামী ছবি দেবী চৌধুরাণী নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। সেখানে তিনি ভবানি পাঠকের চরিত্রে অভিনয় করবেন 

ওটিটি-তেও বাংলায় কাজ করতে ইচ্ছুক তিনি। তবে তাঁর মনের মতো চরিত্র না পেলে তিনি করবে না বলেই সাফ জানান। 

একদিকে অভিনয় অন্যদিকে ফ্যাশন, সকলকে পলকে তাক লাগাচ্ছেন সকলের প্রিয় বুম্বাদা।