কবে মুক্তি পাচ্ছে 'পুষ্পা ২'?
11 September 2023
অপেক্ষার অবসান, কবে মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন অভিনীত ছবি 'পুষ্পা ২'? মিলল এবার তার উত্তর
করোনার শেষে মুক্তি পেয়েছিল 'পুষ্পা ২' ছবি। তবে থেকেই অপেক্ষা শুরু হয়েছিল কবে মুক্তি পাবে 'পুষ্পা ২' ছবি
অবশেষে মিলল উত্তর, অপেক্ষা যদিও দীর্ঘ। ১৫ অগাস্ট ২০২৪-এ মুক্তি পেতে চলেছে এই ছবি। এবার সুখবর এল প্রকাশ্যে
সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিতে সোমবার বিকেলে নিজেই হাজির হলেন 'পুষ্পা' স্টার আল্লু। খবর প্রকাশ্যে আসতেই ট্রেন্ডে আল্লু
সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে ছবিকে কেন্দ্র করে, যদিও অপেক্ষা এখন প্রায় একটা বছর। ছবির কাজ শুরু হয়ে গিয়েছে চলতি বছরের শুরু থেকেই
গোটা ভারতের বিভিন্ন জায়গায় চলছে শুট। ইতিমধ্যেই ট্রেলারে নজর কেড়েছেন আল্লু অর্জুন, যেখানে এবার অন্য লুকে ধরা দিলেন অভিনেতা
যদিও এই ছবিতে রশ্মিকা মন্দানারও ভুমিকা নেহাতই কম নয়। তাঁর চরিত্রকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলা হচ্ছে
গতবার এই ছবি দর্শক মনে ঝড় তুলেছিল, পুষ্পার লুক থেকে শুরু করে পর্দায় উপস্থাপনা, সবটাই চমকে দিয়েছিল ভক্তদের
Learn more