রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের দখলে এক গুচ্ছ ছবি। একের পর এক হিট দিয়েছেন তিনি।
টলিপাড়ার সেই সবুজ সাথী জুটি এখন পর্দায় এক সঙ্গে আর আসেন না। তবে তাঁদের নিয়ে চর্চা এখনও বর্তমান। দুজনের বয়সই যেন এক ধাক্কায় থেমে গিয়েছে। পাশাপাশি বেশ মানায় তাঁদের আজও।
৫০ পেরিয়ে যেভাবে প্রসেনজিৎ নিজেকে ধরে রেখেছেন, তা এক কথায় বলতে গেলে প্রশংসার দাবি রাখে। তবে কোথাও গিয়ে যেন রচনার মনের কোণে জমে থাকা কিছু প্রশ্ন আজও দর্শক মনে ফিরে ফিরে আসে।
কখনও উঁকি দেয় গোপন ভাল লাগার প্রসঙ্গ, কখনও আবার তাঁদের মধ্যে থাকা সুন্দর সম্পর্কের সমীকরণ পর্দায় ধরা দেওয়ার নিয়েও সিনেদুনিয়ায় চর্চা কম নয়।
বারবার জুটির ভক্তদের আক্ষেপ, “এই জুটিটিকে বড় পর্দায় মিস করি। আবার একসঙ্গে দেখতে চাই। প্লিজ কেউ তাঁদের একসঙ্গে কাস্ট করুন না টলিউডে আবার সবচেয়ে প্রিয় জুটি ছিলেন ওঁরা। ”
একটা সময় টলিউডের হিট জুটি ছিলেন ওঁরা। বিভিন্ন সময়ে নানা অভিনেত্রীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন শোনা গেলেও রচনার সঙ্গে কোনওদিনই নাম জড়ায়নি তাঁর।
সে নিয়ে কিছু বছর আগে এক রিয়ালিটি শো-য়ে আক্ষেপও করেছিলেন রচনা। বলেছিলেন, “একসঙ্গে ৩৫-৪০টি ছবিতে আমার নায়ক তিনি। কখনও কি মনে হয়নি রচনার সঙ্গে প্রেম করা যায়?
ওর হাতটা ধরা যায়? দুটো ভাল কথা বলা যায়?” সে যাই হোক, ব্যস্ততা ঘিরে থাকে রচনাকে। তাঁর এক ছেলে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ না হলেও তাঁরা আলাদা থাকেন বহু বছর ধরেই।