27 March, 2024

ভাল নেই রাহা? শরীর খারাপের খবর আসতেই বাড়ে উদ্বেগ

TV9 Bangla

রাহা কাপুর। এই নাম এখন কম বেশি সকলের কাছে পরিচিত। কারণ একটাই, কাপুর পরিবারের উত্তরসূরী। যাকে নিয়ে গত এক বছর চার মাস ধরে নানা জল্পনা বর্তমান।

আলিয়া ভাট অন্তঃসত্ত্বা, খবর সামনে আসার পর থেকেই সকলেই অপেক্ষায় ছিলেন রণবীর কাপুর ও আলিয়ার সন্তান আসার অপেক্ষায়। 

যদিও অপেক্ষার অবসান হয়নি সুখবর পাওয়ার পরও। কারণ রাহার মুখ দেখা যায়নি একবছর। কারণ কাপুর পরিবার থেকে স্থির করা হয়েছিল, রাহাকে প্রথম বছর কেউ আসনে আনবেন না। 

তেমনটাই ঘটে। যদিও সারপ্রাইজ পাওয়া গিয়েছিল বড়দিনে। ২০২৩ সালে সকলের সামনে রাহাকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল বলিউডের চর্চিত জুটি। 

সেই প্রথম রাহার ছবি ভাইরাল হয়। তারপর ২ থেকে ৩ বার সামনে আসে রাহার ছবি। সম্প্রতি তাকে দেখা যায় দোল উৎসবে। মা-বাবার সঙ্গে। 

পাড়া প্রতিবেশীদের সঙ্গে এদিন আবির মাখছিলেন জুটি। পাশে দাঁড়িয়ে ছোট্ট রাহা। যার নাকের জলও মুছিয়ে দেন আলিয়া। এরপরই আসে অন্য খবর। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পোস্ট। যেখানে ঘনিষ্টসূত্রে খবর মেলে সেদিন বেশিক্ষণ থাকেননি আলিয়া-রণবীর। কারণ রাহা ভাল নেই।

মেয়ের গায়ে ধুম জ্বর। সেই কারণেই নাকি বেশিক্ষণ থাকতে পারেননি তাঁরা। খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে বাড়তে থাকে উদ্বেগ।