আলিয়া ভাট, গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় পুরষ্কার পেয়েছিলেন। ২৪ অগাস্ট সম্পূর্ণ বিজেতাদের তালিকা ঘোষণা হয়ে গিয়েছিল
তারই মাঝে হইহই রস বিটাউনে। আলিয়ার মাত্র ১০ বছরের কেরিয়ারে একগুচ্ছ প্রাপ্তী। তার এই বিশেষ সম্মান সেলিব্রেশনে পাশে থাকলেন রণবীর কাপুর
১৭ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবণে রাষ্ট্রপতী এই পুরস্কার তুলে দিলেন অভিনেত্রীর হাতে। এদিন দিল্লিতে সেলেবদের ঢল নেমেছিল। বিয়ের শাড়িতেই হাজির আলিয়া
আলিয়া ভাট নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি তাঁর পোষাক দ্বিতীয়বার কেন বহুবার পরে থাকেন। পোশাক নষ্ট করা তাঁর স্বভাব নয়।
এবার মিলল হাতে গরম তার প্রমাণ। বিয়ের শাড়ি পরে রণবীরের সঙ্গে দিল্লিতে উপস্থিত হতে দেখা যায় তাঁকে। দেখা মাত্রই সকলেই সেলফি তুলতে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেন।
কৃতি স্যাননের সঙ্গে দেখা করা থেকে শুরু করে আল্লু অর্জুনের সঙ্গে কথা বলা, এদিন আলিয়ার খুশি ও ব্যস্ততা তুই ছিল তুঙ্গে। পুরস্কার হাতে নিয়ে বসলেন রণবীরের পাশে
রণবীরের সঙ্গে একটি ছবিও তুলে নিলেন তিনি। সেলফি তুলছিলেন রণবীর। তাঁর মাথায় চুম্বন বসালেন আলিয়া ভাট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পলকে ভাইরাল
রণবীর কাপুর বর্তমানে ব্যস্ত তাঁর আগামী ছবির কাজ নিয়ে। অন্যদিকে আলিয়ার হাতেও এখন একগুচ্ছ প্রজেক্ট। এই জুটিকে একসঙ্গে দেখে সকলেই বেজায় খুশি