30 January 2024

দীপিকা এই স্বভাব 'বিরক্ত' করে রণবীরকে

credit: pexels

TV9 Bangla

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, এক কথায় বলতে গেলে এই জুটির মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ সকলের ভীষণ পছন্দের। প্রেমে আঘাত পেয়ে সম্পর্কের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল দীপিকার।

এরপরই জীবনে আসেন রণবীর সিং। এক রণবীরের ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয় রণবীরের আগমন। এরপর ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। তাঁকে বিয়ে করতেই মরিয়া ছিলেন রণবীর। 

প্রেম নয়, সোজা ছাতনা তলায় পৌঁছে গিয়েছিলেন সুপারস্টার। তবে থেকেই একসঙ্গে পথ চলা শুরু। সালটা ২০১৮, বিয়ের পর পরই কাছের মানুষকে আরও একটু কাছ থেকে জেনে নেওয়ার সুযোগ পাওয়া যায়। 

যা নিয়ে কম বেশি আমরা সকলেই বেশ কৌতুহলি থাকি। তবে যে প্রসঙ্গে দীপিকা সামনে এনেছিলেন, তা রীতিমত তাক লাগিয়ে দেওয়ার মত। ছয় মাস পর আর চেনা রণবীরকে তিনি চিনতে পারেন না। 

৮৩ ছবির প্রমোশনের সময়ই টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টা সামনে এনেছিলেন খোদ রণবীর। দীপিকার কথায় ৬ মাস ছাড়া ছাড়া রণবীর নতুন মানুষ হয়ে যায়। তাঁকে আর যেন চেনাই যায় না। 

তবে দীপিকার এই অভিযোগের উত্তরে রণবীরের সাফাই, তিনি নিজেকে বারে বারে পাল্টে ফেলেন, যাতে দীপিকার একঘেয়ে না লাগে।

এক রণবীরের ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয় রণবীরের আগমন। এরপর ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। তাঁকে বিয়ে করতেই মরিয়া ছিলেন রণবীর। 

প্রেম নয়, সোজা ছাতনা তলায় পৌঁছে গিয়েছিলেন সুপারস্টার। তবে থেকেই একসঙ্গে পথ চলা শুরু। সালটা ২০১৮, বিয়ের পর পরই কাছের মানুষকে আরও একটু কাছ থেকে জেনে নেওয়ার সুযোগ পাওয়া যায়।