রিয়া চক্রবর্তী, রোডিজ় দিয়ে যাঁর কামব্যাক। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা থেকে শুরু করে মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর।
তবে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে যে তিনি প্রস্তুত, তার প্রমাণ মিলেছিল অতীতেই। একটা সম যিনি চেয়েছিলেন নিজেকে শেষ করতে, সেই অভিনেত্রী আজ নজরে।
রোডিজ় সফরে এই প্রথম রিয়া। সোনু সুদের পরিচালনায় ছিল তিন গ্যাং লিডার, গৌতম, রিয়া ও প্রিন্স। সদ্য হয়ে গেল এই রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে।
সেখানেই দেখা গেল প্রথমবারই বাজিমাত করলেন রিয়া। তাঁর টিম জিতে গেল এবারের সফর। প্রথম থেকেই বেশ দক্ষতার সঙ্গে খেলেছেন রিয়া
আর এবার সেরার সেরা হয়ে চর্চায় তিনি। রিয়া চক্রবর্তী নেহা ধুপিয়ার জায়গা নিয়েছেন এই শোয়ে। পাশাপাশি শো থেকে সরে গিয়েছেন রণবিজয়।
রোডিজ়ের বহু সমীকরণ পাল্টে গেলেও এই রিয়্যালিটি শো এখনও পর্যন্ত জনপ্রিয়তা হারায়নি। আর তাই এবার পাল্লা দিয়ে নজর কাড়লেন রিয়া
এই রিয়্যালিটি শো থেকে তিনি মোট কত টাকা পেয়েছেন জানেন? রিয়ার পারিশ্রমিক ছিল এপিসোড পিছু চার লাখ টাকা। অর্থাৎ মোট যতগুলো পর্ব হয়েছে তা পিছু মোটা টাকাই পেয়েছেন তিনি।
পরবর্তীতেও তিনিই থাকবেন বলে ইঙ্গিত। যদিও শোনা যাচ্ছে থাকতে পারে নয়া গ্যাং লিডার। তবে সদ্য শেষ হওয়া রোডিজ় জ্বরে কাবু দর্শকেরা বেশ প্রশংসা করছেন রিয়ার।