18 October 2023
জল্পনায় যখন সলমনের পারিশ্রমিক
শুরু হতে চলেছে বিগ বস ১৭। সলমন খানের এই ঘর দর্শকদের বেশ পছন্দের। বিভিন্ন সেলেবদের দিনযাপনের নানা মুহূর্তে তাড়িয়ে তাড়িয়ে উরভোগ করেন দর্শকেরা।
ভারতের বুকে অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো এই বিগ বস। ১৭ তম সিজনে এসে তা আরও বেশি চর্চিত, আরও বেশি পোক্ত।
সলমন খান, বলিউডের অন্যতম সুপারস্টার সর্বদাই চর্চার কেন্দ্রে জায়গা করে থাকেন। কখনও তাঁর বিস্ফোরক মন্তব্য, কখনও আবার তাঁর বিয়ে নিয়ে চর্চা
একের পর এক ছবি এখন ভাইজানের পাইপ লাইনে। তারই মাঝে সলমন খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি টাইগার থ্রি ছবির শেষ মুহূর্তের প্রস্তুতিতে
এখানেই শেষ নয়, পাশাপাশি শুরু হতে চলেছে তাঁর রিয়্যালিটি শো বিগ বস। প্রতিটা ক্ষেত্রেই এই শো খবরের শিরোনামে জায়গা করে থাকে।
সলমন খান এই শো নিয়ে বরাবরই ভীষণ সরব। তাঁর একটা কথা স্পষ্ট, এই শোয়ে তাঁর কথাই শেষ কথা। এমন বহুবার হয়েছে সলমন খান চেয়েছেন এই শো ছেড়ে দিতে
কিন্তু সূত্রের খবর, ততবারই পারিশ্রমিক এমন হারে বাড়িয়েছে চ্যানেল, যে সলমন খান ফিরে ফিরে এসেছেন। কখনও এপিসোড পিছু ৩ কোটি,
কখনও আবার সপ্তাহে ১৫ কোটি, সনমন খান যে পরিমাণে পারিশ্রমিক হেঁকে থাকেন, তা এক কথায় বলতে গেলে একাধিকবার সমালোচনার কেন্দ্রে জায়গা করে নেয়।
Learn more