সলমন খান। বরাবরই ভীষণ ফুডি। খেতে ভীষণ পছন্দ করেন ভাইজান। খাওয়া ছাড়া তাঁর আর কোনও দুর্বলতাই নেই। ডায়েট তিনি করেন না।
পরিবারের সকলের সঙ্গে বসে খান। সেই খাবারের টেবিলের ছবি একাধিকবার ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। যেখানে কাবাব, বিরিয়ানি সবই থাকে।
সলমন খান ফিটনেস নিয়ে যত্নশীল হলেও, কোথাও গিয়ে যেন সলমন খান খাবারের বিষয় বিন্দুমাত্র ত্যাগ করা পছন্দ করেন না। নিমন্ত্রণ পেয়ে প্রাণভরে খেতে দেখা গিয়েছে বহুবার।
আর তাঁর প্রিয় খাবারের তালিকায় সব সময় থাকে বিরিয়ানি। তিনি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করেন। সলমন খানের ভালবাসাটা এতটাই বেশি যে তিনি একবার ভয়ানক কাণ্ড করে বসেন।
ছবির শুটিং-এ ব্যস্ত সকলে। হঠাৎই সলমন খান গোটা টিমের সঙ্গে স্থির করেন তিনি রাঁধুনিকেও সঙ্গে নিয়ে নেবেন। কি? শুনে অবাক হচ্ছেন? ভাইজান এমনটাই করেছিলেন।
লণ্ডনে চলছিল শুটিং। যেখানে কন্টিনেনটাল খেতে খেতে তিনি ক্লান্ত। ফলে স্থির করেছিলেন তিনি নিজের রাঁধুনিকে সঙ্গে করে নিয়ে যাবেন। তেমনটাই করেছিলেন।
তবেব শরীর চর্চা করলেও সলমন খান খাওয়ার বিষয় খুব একটা সচেতন নন। কারণ খেতে তিনি খুব ভালবাসেন। সকালে ঘুম থেকে উঠে চারটে ডিমের সাদা অংশ, আর লো ফ্যাট মিল্ক খান তিনি।
তবে বাড়িতে তৈরি যে কোনও রান্নাই খেয়ে থাকেন সলমন খান। সে মটন হোক কিংবা বিরিয়ানি। ইদেও যার ব্যতিক্রম হয় না। সকলের সঙ্গে ইফতার করেন ভাইজান।