07 April, 2024

কীসের ভয় ভাইজানের, এই কাজ করতে ঘাম ছোটে সলমনের

TV9 Bangla

সলমন খান– তাঁর বিরুদ্ধে টুঁ শব্দটি করার সাহস নেই কারও– বলিউড ইন্ডাস্ট্রিতে রটনা এমনটাই। রটনা, যে বা যাঁরা সলমনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ফলাফল ভাল হয়নি। 

তবে জানেন কি ২০১৫ সালে ঘটে গিয়েছিল এমন এক ঘটনা, যা নিয়ে আজও বলিউডে আজও চর্চা হয়। 

খোদ সলমনের বিরুদ্ধেই এমন সব মন্তব্য করেছিলেন এমন এক নায়িকা যার ফলাফল খুব একটা ভাল হয়নি। ‘হিন্দি মিডিয়াম’ ছবিটি নিশ্চয়ই দেখেছেন?

ওই ছবিতে ইরফান খানের বিপরীতে ছিলেন সাবা কামার। সাবা আদপে পাকিস্তানি অভিনেত্রী। ভারতে কাজ করে ওদেশে গিয়ে এক টক শো’তে সলমন খানকে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনিই। 

ছ্যাঁচড়া বলতেও পিছপা হননি তিনি। কী হয়েছিলে সেদিন? বেশ কিছু বলিউড অভিনেতার ছবি দেখানো হয়েছিল তাঁকে।

তারই মধ্য সলমনকে নিয়ে এই মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তবে বলিউডে তাঁকে নিয়ে কেউ মুখ খুলতে ভয় পায়। 

কিন্তু সলমন কীসে ভয় পান জানেন? শুনলে চমকে উঠবেন। আপনি যা পারেন, তিনি পারেন না। 

আর তা হল লিফ্টে ওঠা। সলমন খান লিফটে উঠতে ভয় পান। তিনি একবার আটকে গিয়েছিলেন। তারপর থেকেই এটা তাঁর মস্ত ফোবিয়াতে পরিণত হয়েছে। 

খান পরিবারের আদরের সন্তান আব্রাম খান। শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে সে।