26 September 2023

শাহরুখের পর এবার একই সমস্যার মুখে সলমন

'জাওয়ান' ছবির মত এবার 'টাইগার ৩'-এর কপালেও বেজায় চিন্তার ভাঁজ। ছবির পাইরেসি নিয়ে বরাবরই তৎপর থাকেন অভিনেতারা। 

ভক্তদের উদ্দেশ্যে বারবার অনুরোধ করেন লিক হয়ে যাওয়া কোনও ক্লিপিং-না দেখে প্রেক্ষাগৃহে এসে যেন তাঁরা ছবি উপভোগ করেন। 

কিন্তু কে কার কথা শোনে। শত নিয়মের ঘেরাটোপের মধ্যে থেকেও ঠিক ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। শুধু কি ছবি অনলাইনে ছড়িয়ে পড়া?

শুটিং সেটে কী হচ্ছে, অভিনেতাদের লুক, শুটিং-এর দৃশ্য, এমন নানা ক্লিপিং নেট পাড়ায় মাঝেমধ্যেই ভাইরাল হতে দেখা যায়। 

জওয়ান ছবিতে শাহরুখ খানের প্রবীণ লুকের অ্যাকশন দৃশ্য যেমন ভাইরাল হয়ে গিয়েছিল, এবার তেমনটাই ঘটল, টাইগার থ্রি ছবির সঙ্গে।

 ছবি মুক্তি পেতে এখনও এক মাসের কিছুটা বেশি সময় বাকি। তাঁর মাঝেই ছবির ২০ সেকেন্ডের একটি ক্লিপ নেট পাড়ায় ছড়িয়ে পড়ল। 

যদিও কিছুক্ষণের মধ্যেই তা বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে ততক্ষণে অনেকের হাতে হাতেই ডাউনলোড হয়ে গিয়েছে এই ক্লিপিং। 

কয়েকদিন আগেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল রেড চিলিস প্রোডাকশন। শাহরুখ খানের জওয়ান ছবির পর এবার ভক্তদের নজরে টাইগার থ্রি।