12th January, 2024

সন্দীপ্তার হানিমুন 

credit: istock

TV9 Bangla

৭ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি বিরাট বাগানে বিয়ের আসর বসেছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে। 

সৌম্য এক জনপ্রিয় ওটিটি চ্যানেলের উচ্চপদস্থ কর্মী। প্রেম-প্রস্তাব প্রথম এসেছিল বর সৌম্য মুখোপাধ্যায়ের তরফে। তারপর অবশ্য হ্যাঁ বলতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।

 একত্রে তাঁদের বেশ কয়েকবার দেখা গিয়েছে তারপর। জনসমক্ষে নিজের প্রেমের কথা সন্দীপ্তা শিকার করেন গত বছর জুনে। এরপর দু’জনকে দেখা গিয়েছে কলকাতার একাধিক অনুষ্ঠানে। 

এরপর তাঁরা দু’জন একসঙ্গে বেড়াতেও গিয়েছেন। ঘুরতে যেতে তাঁরা দুজনেই বেশ পছন্দ করেন। বিয়েটাও ডেস্টিনেশনই করার ইচ্ছে ছিল তাঁদের। 

সন্দীপ্তার কথায়, সৌম্যর ভীষণ ইচ্ছে ছিল। তবে পরিবারের বয়স্ক মানুষদের কথা ভেবে আর সেই পথে গেলাম না। কারণ সকলে উপস্থিত থাকতে পারেন না।

সেই থেকে অপেক্ষা চলছে। কবে হানিমুন হবে। ছোট্ট একটা ট্রিপ হলেও সন্দীপ্তা বিয়ের আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁদের প্ল্যানিং রয়েছে বিদেশে কোথাও যাওয়ার। 

বিয়ের বড় খরচের ধাক্কা সামলে আর কাজের চাপ কিছুটা কমিয়ে নিচ্ছেন তাঁরা। পরিকল্পনা শুরু হয়ে গেলেও তাঁরা এখনও পর্যন্ত স্থির করে জানালেন না, ঠিক কবে কোথায় যাচ্ছেন। 

তাই অপেক্ষা রয়েই গেল। প্ল্যানিং শুরু হলেও সবটা দর্শকদের কাছে সারপ্রাইজই রেখে দিলেন সন্দীপ্তা। এখন দেখার বিয়ের পর ড্রিম ট্রিপ কোথায় হয় জুটির।