6 January 2024

'হাসি-কান্না সব কিছুতেই...', কী বললেন সন্দীপ্তা? 

TV9 Bangla

সৌম্য মুখোপাধ্যায় ও সন্দীপ্তা সেন। সদ্য বিবাহিত টলিপাড়ার জুটি। যাঁদের নিয়ে সর্বত্র তুঙ্গে। টলিপাড়ার অন্যতম অভিনেত্রী সন্দীপ্তার কেরিয়ার শুরু ছোট পর্দা থেকে।

৭ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি বিরাট বাগানে বিয়ের আসর বসেছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে। 

সৌম্য এক জনপ্রিয় ওটিটি চ্যানেলের উচ্চপদস্থ কর্মী। প্রেম-প্রস্তাব প্রথম এসেছিল বর সৌম্য মুখোপাধ্যায়ের তরফে। তারপর অবশ্য হ্যাঁ বলতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।

একত্রে তাঁদের বেশ কয়েকবার দেখা গিয়েছে তারপর। জনসমক্ষে নিজের প্রেমের কথা সন্দীপ্তা শিকার করেন গত বছর জুনে। এবার সামনে আনলেন বিয়ের ভি়ডিয়ো। 

ভক্তদের খুব একটা অপেক্ষা করালেন না। আর এই ভিডিয়োতেই রইল মিষ্টি একটা বার্তা। বললেন হাসি-কান্না সবতেই সৌম্য সন্দীপ্তার কাছে বিশেষ।

এই সম্পর্ক কতটা মিষ্টি কতটা মধুর, তা এই জুটির কথোপকথনে স্পষ্ট হয়ে গেল এদিন। সদ্য একটি ছোট্ট ট্রিপও সেরে এসেছেন তাঁরা। হানিমুনও রয়েছে কার্টে। 

ঘুরতে যেতে তাঁরা দুজনেই বেশ পছন্দ করেন। বিয়েটাও ডেস্টিনেশনই করার ইচ্ছে ছিল তাঁদের। সন্দীপ্তার কথায়, সৌম্যর ভীষণ ইচ্ছে ছিল।

হানিমুন নিয়ে সন্দীপ্তা জানান, কয়েকমাস পর যাব। কারণ বিয়ের জন্য কয়েকদিন ছুটি নিতে হবে। এরপর আমারও কাজ আছে, ওরও অফিস আছে, তাই ছুটি পাব না আমরা।