2ndt July, 2025

শাহরুখের মতো বড়লোক হতে চান? বাড়িতে মানুন এই নিয়ম

TV9 Bangla 

Credit - PTI

দিল্লির একটা সাধারণ ছেলে। মুম্বই এসেছিল এক বুক স্বপ্ন নিয়ে। আজ সে বলিউডের বাদশা।

শাহরুখ খান। কোটি কোটি মানুষের স্বপ্নের পুরুষ তিনি। পর্দায় নায়িকাদের সঙ্গে রোম্যান্স করলেও বাস্তবে তিনি বড্ড ঘরকুনো।

মুম্বইয়ে শাহরুখের বাড়ি মন্নত। ২০০ কোটির এই বাড়িতে শুধু অত্যাধুনিক নানা জিনিসই নয়, বাড়ি তৈরি করা হয়েছে বাস্তুশাস্ত্র মেনেও।

মন্নতের প্রবেশদ্বার উত্তরমুখী। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। কেরিয়ারে উন্নতি ও আর্থিক বৃদ্ধি যাতে হয়, তার জন্যই বাড়ির প্রবেশদ্বার উত্তরমুখী করেছেন শাহরুখ।

শাহরুখের বাড়িতে রয়েছে বিশাল বাগান। এর মুখ পূর্ব দিকে করা। সুস্বাস্থ্য ও সামগ্রিক উন্নতির জন্যই এই বাগান তৈরি করা।

বাস্তু মেনে বাড়িতে পজেটিভ এনার্জি ও সম্মৃদ্ধির মন্নতের ভিতরের পথ সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। চারপাশে রাখা হয়েছে প্রচুর গাছ।

মন্নত এমন জায়গায় তৈরি, যেখান থেকে দেখা যায় সমুদ্র দেখা যায়। বাড়িটি এমনভাবে তৈরি যাতে সমুদ্র উত্তরমুখী হয়। এর কারণ হল উত্তরে জল থাকলে সুখ-সম্মৃদ্ধি ও উন্নতি হয়।

এছাড়া বাড়ির ইন্টিরিয়রও বাস্তু মেনেই করা হয়েছে। আয়না থেকে ফার্নিচার-সবই রাখা হয়েছে বাস্তুশাস্ত্র মেনে।