শাহরুখ খান এখন চর্চা্র কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। বছর ভোর কেবল তাঁরই জয়গান। বক্স অফিস হিট থেকে শুরু করে, নয়া অবতার, শাহরুখ সেরা।
বক্স অফিস ঝখন ধুঁকছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে শাহরুখ খান যেন সোনার কাঠি ছুঁইয়ে দিলেন তিনি। একের পর এক হিট। এরই মাঝে জন্মদিন সেলিব্রেশনও ছিল তুঙ্গে।
শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য ছিল বিশেষ উপহার। এদিন ওটিটি-তে মুক্তি পেয়েছিল জওয়ান ছবি। ছবিতে ছিল একগুচ্ছ চমক। যা মূল ছবি থেকে অনেকটাই আলাদা।
তবে এই জওয়ান মুক্তি নিয়ে কাকে হুমকি দিয়েছিলেন শাহরুখ খান? ছবি নেটফ্লিক্সে মুক্তির আগে রীতিমত রেগে গিয়েছিলেন শাহরুখ, নেটফ্লিক্স-কে দিয়েছিলেন বোম মারার হুমকি।
যদিও সবটাই ছবি প্রচার। শাহরুখের ব্ল্যাকমেইল দেখে অবশেষে নেটফ্লিক্স স্থির করে যে জওয়ান ছেড়ে দিতে হবে ওটিটিতে। তারপরই বোমা ফাটার মতো সামনে আসে শুভ জন্মদিন শাহরুখ খান।
শাহরুখের জন্মদিনে ঠিক রাত ১২টায় এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল নেটফ্লক্স। মাত্র ৩০ ঘণ্টায় শুট এই ভিডিয়ো নিয়ে দর্শক মনে চর্চাও ছিল তুঙ্গে।
শাহরুখ খান বর্তমানে তাঁর আগামী ছবি নিয়ে ব্যস্ত। সদ্য মুক্তি পেয়েছে ডানকি ছবির প্রথম ড্রপ। যা দেখা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
একটু অন্য ধারার লুকে এই ছবিতে দেখা যাবে অভিনেতা শাহরুখ খানকে। শাহরুখের কথায়, তিনি অন্যস্বাদের ছবিই করতে চান বর্তমানে। শুধু অ্যাকশন নয়।