jawan 5

বুর্জ খালিফায় 'জাওয়ান' ট্রেলার

25August 2023

jawan 2

বুর্জ খালিফায় এবার চমক। শাহরুখ খানের সঙ্গে দুবাইয়ের সংযোগ বরাবরই নজরে পড়ার মতো। 

jawan 6

ঝড়ের গতিতে ভাইরাল হয় 'জওয়ান' ছবির প্রতিটা খবর। চলতি বছরে শাহরুখের দ্বিতীয় ছবি মুক্তি 

jawan 7

তার আগেই বৃহস্পতিবার অর্থাৎ ৩০ অগাস্ট নয়া চমক, মুক্তি পাচ্ছে ছবির আরও এক ট্রেলার। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে।

তবে চমক এখানেই শেষ নয়, এই ট্রেলার মুক্তির দিন শাহরুখ খান উপস্থিত থাকবেন বুর্জ খালিফাতে। 

সেখানে ভক্তদের সঙ্গে দেখা করবেন বলেও সোশ্যাল মিডিয়ায় জানান। পাশাপাশি শেয়ার করেন একটি ছবি। 

যেখানে দেখা যায় বুর্জ খালিফার গায়ে 'জওয়ান' লুকে শাহরুখ খান, তাঁকে দেখা মাত্রই ভক্তমনে উত্তেজনা তুঙ্গে 

মঙ্গলবার মুক্তি পেল ছবির আরও এক গান। মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়, যা সকলের নজর কাড়ে 

৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। তার মাঝেই এবার ভাইরাল দুবাই প্রসঙ্গ। দুবাইয়ে এবার 'জওয়ান' ঝড় 

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান এই খবর পোস্ট করতেই তা সকলের নজর কাড়ে। খুশির মেজাজে দুবাই, জওয়ান মুক্তির আগে কিং খানকে পাওয়ার খবরে