বলিউডে একের পর এক বিগ বাজেট ছবি মুক্তির অপেক্ষায়। তালিকা থেকে বাদ পড়ছেন না কেউই। শাহরুখ খান থেকে সলমন খান, বক্স অফিসে ঝড়।
বছরের শুরু থেকেই শাহরুখ খান বলিউডে লক্ষ্মীলাভের পথ দেখিয়েছেন। তবে থেকে শুরু। দর্শক যে বলিউড থেকে মুখ ফিরিয়ে নেননি তা প্রমাণ হতেই একের পর এক বড় প্রজেক্ট ঘোষণা
আসছে রণবীর কাপুরের অ্যানিম্যাল, আসছে সলমন খানের টাইগার। শাহরুখ খান ও সলমন খান একই ফ্রেমে থাকলে যে উত্তেজনা কোন পর্যায় পৌঁছে যায়, তার প্রমাণ মিলেছে ইতিমধ্যেই
এবার সেই তালিকায় যদি যুক্ত হয়ে যায় হৃত্বিক রোশনের নাম, কেমন হবে বলুনতো? না, অবাক হওয়ার কিছু নেই। এমনটাই ঘটতে চলেছে এবার বলিউডে।
এবার বড় চমকের অপেক্ষা। একই ফ্রেমে থাকতে চলেছেন শাহরুখ খান, সলমন খান ও হৃত্বিক রোশন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। স্পাই ইউনিভার্সের তিন স্তম্ভ এবার এক ছবিতে, 'ওয়ার ২'।
সূত্রের খবর চলতি মাসেই শুরু শুটিং, হয়ে গিয়েছে শুভমহরৎ। ওয়ার ছবির পরিচালনায় ছিলেন সিদ্ধার্থ আনন্দ, এবার শোনা যাচ্ছে ছবির পরিচালনায় থাকতে পারেন অয়ন মুখোপাধ্যায়
তবে এই তিন স্টার যদি এক ফ্রেমে জায়গা করে নেয়, তবে কোথাও গিয়ে যেন দর্শক মনে জোয়ার নামতে চলেছে, তা প্রমাণ হয়ে যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই খবর
হৃত্বিক রোশন, শাহরুখ খান সলমন খান যদি একসঙ্গে ফাইটে নামেন, তবে কোথাও গিয়ে যে বক্স অফিসে উপচে পড়া আয় হবে, তা অনুমান করাই যায়। এখন কেবল ফাস্ট লুকের অপেক্ষা।