মা-বাবা নয়, তবে আব্রাম কার মতো হয়েছে? শুনলে চমকে যাবেন
TV9 Bangla
শাহরুখ খান ও সলমন খান, বলিউডের দুই স্তম্ভ। যাঁদের এক কথায় গলায় গলায় ভাব বললে ভুল হবে না। একটা দীর্ঘ সময় ধরে তাঁরা একে অন্যের সঙ্গে কথা বলেননি নান কারণ বশত।
তবে সেই সব অভিমান পেড়িয়ে এখন তাঁরা ভাই-ভাই। একটা সময় যে দুই স্টারের ভক্তরা একে অন্যের সঙ্গে লড়াই করত, এখন তাঁরাই একসঙ্গে সেলিব্রেট করছেন, সম্প্রতি দুই ছবি সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছে।
শাহরুখের ছবিতে সলমন, সলমনের ছবিতে শাহরুখ। প্রকাশ্যে একে অপরকে নিয়ে নানা মন্তব্য করতেও তাঁরা পিছপা হন না। তবে এবার শাহরুখ নিজের সন্তানকে নিয়ে এ কী বললেন।
আদরের ছোট্ট আব্রাম নাকি পুরো সলমন খানের মতো হয়েছে? কী ভাবেছেন, সলমন খানের মতো মানেই রাগি, মেজাজি, একেবারেই তা নয়। তবে আব্রামের কোন স্বভাব দেখে শাহরুখ খান এই মন্তব্য করেন?
সলমনের এক রিয়্যালিটি শো-য়ে এসে শাহরুখ খান বলেন, ‘আমার ছোটটা পুরো সলমনের মতো হয়েছে। প্রথমে বলে মা তোমায় ভালবাসি, তারপর বলে বাবা তোমায় ভালবাসি।
তারপর সেখানে যে যে থাকে, তাঁদের সকলকে বলে তোমাকেও ভালবাসি, তোমাকেও ভালবাসি।’ এরপর শাহরুখ খান আরও বলেন, ‘এই জন্যই তো আমার আব্রামকে সলমনের মত মনে হয়, কারণ ভালবাসা সকলের মধ্যে ভাগ করে দিতে জানে সে।’
শাহরুখের এই কথা শুনে বেজায় হেসে লুটোপুটি খেতে শুরু করে দেন সলমন। অবাক হয়ে এমন প্রতিক্রিয়া দেন, যাতে স্পষ্ট হয়ে যায়, তিনি বলতে চাইছেন, এটা কোনও কথা হল?
শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম বরাবরই মিষ্টি স্বভাবের। সবসময় তাকে বাবার সঙ্গে হাসিমুখেই দেখা যায়। বাবার প্রিয় সেই ছোট্ট আব্রাম এখন বেশ বড় হয়ে গিয়েছে। পাপারাৎজিদের পোজ দিয়ে ছবিও দিচ্ছে সে।