09 April, 2024

বাবার মতো কি অভিনেতা হবে? জানুন আব্রামের ভাগ্যরেখা

TV9 Bangla

শাহরুখ খানের পুত্র বলে কথা। খবরের শিরোনামে নাম লেখাবেন না তা কি হয়? তারপর জন্ম লগ্ন থেকেই নানা জল্পনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে ছোট্ট আব্রাম। 

শাহরুখ খানের চোখের মণি সে। জন্মের পর শোনা গিয়েছিল গৌরী খান নাকি মেনে নিতে পারেননি নিজের ছোট সন্তানকে। সারোগেসিই নাকি কারণ।

তবে সে সকল বিতর্ক এখন অতীত। খান পরিবারের এখন সব থেকে প্রিয় সদস্য সে। দেখতে দেখতে বেশ বড় হয়ে গিয়েছে আব্রাম। 

তাঁর অভিনয়ের ঝলকের দেখাও মিলেছে, স্কুলের একটি অনুষ্ঠানে। তবে বড় হয়ে কী হতে চলেছেন তিনি? বাবার মতো অভিনেতা?

নাকি মায়ের মতো ব্যবসায় মন দেবে, কী বলছে আরিয়ানের ভাগ্য রেখা? চলুন জেনে নেওয়া যাক। আরিয়ান বেশ সৌভাগ্যবান। 

কেরিয়ারে ভীষণ সফল হবে আরিয়ান। গ্রহ-নক্ষত্রের অবস্থান ভীষণ ভাল। বৃষ রাশির মধ্যে শুক্রের অবস্থান তার বড় অভিনেতা হওয়ার সম্ভাবনা তৈরি করে। 

আবার বৃষ রাশিতে অনেক গ্রহের সঙ্গে যোগ থাকলে সেক্ষেত্রে ভাল ব্যবসায়ী হওয়ার সম্ভাবনাও থাকে। ফলে মায়ের মতোও হতে পরে সে।

তবে একটা বিষয় নিশ্চিত করে বলাই যায়, ভীষণ জনপ্রিয় ও প্রতিষ্ঠিত হবে সে। তা নিয়ে কোনও দ্বিমত নেই।