Dhoom 4-এ এবার শাহরুখ?
23 September 2023
'ধুম ফোর' ছবিতে থাকতে চলেছেন শাহরুখ খান? একবার নয় বারবার শোনে গিয়েছে এমনই জল্পনা। যা নিয়ে চর্চা তুঙ্গে, এবার কী নতুন ছবি ঝুলিতে
কেবল রোম্যান্স নয়, ভরপুর অ্যাকশনেও যে শাহরুখ খান একাই ১০০, তাই ইতিমধ্যেই প্রমাণিত। বক্স অফিসে ঝড়, ইতিমধ্যেই ছুঁয়েছে ১০০০ কোটি
বলিউডের বাঘা বাঘা সুপারস্টারকে পেছনে ছেলে ঝড়ের গতিতে বক্স অফিসে ইতিহাস করছেন শাহরুখ খান। কিং জ্বরে কাবু ভক্তরা, ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে
বছর শুরুতে 'পাঠান' ছবি ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে হাজার কোটির মাত্রা। এবার 'জওয়ান' ছবি। ঝড়ের গতিতে এগিয়ে চলেছে এই ছবিও। শাহরুখ ময় এখন বক্স অফিস
তবে কী বলিউড খুঁজে পেল তার নতুন অ্যাকশন হিরো কে? আর সেই সূত্র ধরেই কি এবার ধুম ফোর ছবি শাহরুখ খানের ঝুড়িতে?
এখনও পর্যন্ত পাকাপাকি কোনও খবর না নিলেও বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এবার ধুম ফোর শাহরুখ খানই করছেন।
যদিও শোনা গিয়েছিল ডন থ্রি ছবিতেও তিনি থাকবেন। পরবর্তীতে দেখা যায় রণবীর সিং সেই ছবিতে অভিনয় করছেন।
যদিও ধুম ফোর ছবি নিয়ে শাহরুখ খান কিংবা তাঁর টিম এখনো অবধি কোনও মন্তব্য করেননি। তবে খবর ভাসছে বলিউডের হাওয়ায়।
Learn more