19 March, 2024
মিমি এবার রাজ্যসভায়!
credit: Pinterest
TV9 Bangla
সক্রিয় রাজনীতিতে আর নেই মিমি চক্রবর্তী। সাংসদ পদ থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছিলেন কিছু দিন আগেই
তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মিমিকে আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল। তাতে কী?
মিমি এবার সোজা পৌঁছে গেলেন রাজ্যসভায়। পোস্ত ছবিটির কথা মনে আছে? সেই ছবিরই এক হিন্দি ভার্সন মুক্তি পায়
মুক্তি পায় ২০২৩ সালে। নাম দেওয়া হয় শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী। ওই হিন্দি ছবিতেও ছিলেন মিমি।
শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিটি দেখানো হবে রাজ্যসভায়। আগামী ২৩ মার্চ জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে এই ছবি।
এই প্রথমবার কোনও বাঙালির ছবি রাজ্যসভায় প্রদর্শিত হতে চলেছে। উপস্থিত থাকবেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা
ছবিটিতে পরেশ রাওয়াল, মিমি চক্রবর্তী, নীতা কুলকার্নি, শিব পণ্ডিতকে দেখা গিয়েছিল। যদিও বক্স অফিসে এই ছবি হিট হয়নি
অন্যদিকে এই ছবির বাংলা ভার্সন কিন্তু হয়েছিল বেশ জনপ্রিয়। সকলের ওই ছবি বেশ মনে ধরেছিল।
Learn more