শ্রুতি দাস। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নাম। একের পর এক ধারাবাহিক তাঁর জনপ্রিয়। দর্শকদের মনে অভিনয়ের দাপটে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি।
ভালবেসে বিয়ে করেছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে। কিছুদিন আগেই রেজিস্ট্রি করে বিয়ে করেন তাঁরা। একসঙ্গে কিনেছেন দুটি ফ্ল্যাট।
সম্প্রতি শ্রুতির মা-বাবা চাননি জামাই স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে থাকতে, তাই একই বিল্ডিং-এ জোড়া ফ্ল্যাট কিনেছেন তাঁরা। সেখানেই এখন সংসার গোচ্ছাছেন শ্রুতি।
যার দোতলাতে থাকে শ্রুতির পরিবার, তিনতলায় থাকে স্বর্ণেন্দু সমাদ্দারের পরিবার। ফলে বছরটা তাঁর বেশ ভালই কেটেছে।
এবার বছর শেষে সেলিব্রেশন পালা, আর সেখানেই এবার ট্রেন্ডে গা ভাসালেন তিনি। ২০২৩ সালের অন্যতম জনপ্রিয় গান জামাল কুদু।
মাথায় খালি কাঁচের গ্লাস নিয়ে নাচ শুরু করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তিনি সক্রিয়। তবে সব হলেও সামাজিক বিয়ে এখন নয়।
তিনি আইনি মতে বিয়ে করলেও তিনি সামাজিক বিয়েতে বেশ ভয় পাচ্ছেন। কারণ একটাই, সেটা হল বিস্তর পরিমাণ অর্থ খরচ।
মোটা টাকা খরচ হয়ে যাবে বিয়ে করতে। দুটি ফ্ল্যাট কিনে কি আদপে সেই পরিমাণ খরচ করা সম্ভব? হয়তো নয়। আর সেই ভয়েই সামাজিক বিয়ে থেকে পিছিয়ে যাচ্ছেন শ্রুতি দাস।