সিঙ্গল স্ক্রিনের মুখে হাসি
9 September 2023
‘জওয়ান’ রিলিজ়ের পর অগস্ট মাসেই বক্স অফিসে ব্যাপক সাফল্যের সাক্ষী থাকল বলিউড।
একদিকে 'গদর ২', 'ড্রিম গার্ল ২', 'রকি অউর রানি কি প্রেম কহানি', অন্যদিকে ‘জেলার’ মিলিয়ে ১০০০ কোটি টাকা ঘরে তুলেছিল টিনসেল টাউন।
এখনও পর্যন্ত বক্স অফিসের নিরিখে সর্বকালের সেরা এই মাস। করোনা কালে বেহাল দশা হয়েছিল সিঙ্গল স্ক্রিনের
অধিকাংশ সিঙ্গল স্ক্রিনই ভেবে পাচ্ছিল না ঘুরে দাঁড়ানোর উপায়। এমনই সময় পাঠান ঝড় বক্স অফিসে
যে দাপট ধরে রেখেছিল সানি দেওল। আবারও মাস ঘুরতে না ঘুরতেই জওয়ান ছবি মুক্তি পেল
সিঙ্গল স্ক্রিনে আবারও যেন ভাগ্য ফিরল পলকে। ঝড়ের গতিতে বিক্রি হয়ে যাচ্ছে ছবির টিকিট। বসাতে হচ্ছে বাউন্সর।
শাহরুখ খানের ছবি ঘিরে এখন তাই জল্পনা তুঙ্গে। 'জওয়ান' মুক্তি পেতেই যেন প্রাণ ফিরে পেল শহর-শহরতলির সিঙ্গল স্ক্রিনগুলো।
যেখানে দর্শকের অপেক্ষায় পলক গুনতে হত, অর্থের অভাবে ভাঙা পড়েছে বহু সিঙ্গল স্ক্রিন
সেই সিঙ্গল স্ক্রিনই এবার ‘জওয়ান’-এর বক্স অফিস কালেকশনের এক তৃতীয়াংশ আয়ের উৎস বলেই খবর।
Learn more