20 March 2024
পোশাক নয়, কী দিয়ে উন্মুক্ত বক্ষ ঢাকলেন সোহিনী
credit: istock
TV9 Bangla
বরাবরই প্রেমের জোয়ারে ভাসতে ভালবাসেন সোহিনী সরকার। বেশ কিছুদিন আগে তাঁর সঙ্গে শোভন গাঙ্গুলির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
তবে সেই গুঞ্জনে সরাসরি মুখ না খুললেও নিজেদের একসঙ্গে ছবি পোস্ট করে তা যে সত্যি এমনটায় সায় দিয়েছেন। এরপর থেকে একসঙ্গে বেশ কিছু ছবি দেখা গিয়েছে তাঁদের।
বরাবরই সোহিনী একটু অন্যরকম পোশাক পরতে ভালবাসেন। খুব নিয়ম মেনে যে তিনি পোশাক পরেন, ফ্যাশন করেন এমনটা নয়।
বোল্ড লুকে বারবার নজর কেড়েছেন সকলরে। সাহসী সোহিনীর পর্দায় যতটা দাপট, বাস্তবেও তার ছবিটা একই রকম। অভিনয়ের পাশাপাশি মডেলিং।
বরং নিজের যেমন ইচ্ছে সেই রকমই পোশাক বেছে নেন তিনি। শাড়ি পরতে ভালবাসেন, আবার ওয়েস্টার্নেও তাঁকে মন্দ লাগে না।
সোহিনীর মেকআপ সাধারণ, পোশাকও সাদামাটা। কিন্তু তাঁর মধ্যে আত্মবিশ্বাস ভরপুর। আর তাই যে কোনও পোশাকেই অসাধারণ দেখতে লাগে তাঁকে।
তবে এবার সাহসী ফোটোশুটে সকলের নজর কাড়লেন তিনি। বোল্ড লুকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী। ফুলের সাজে এ কোন সোহিনী।
ফুলের মালা দিয়ে ঢাকলেন বক্ষ। শরীরে নিচের অংশ ঢাকা পোশাকে। আর মালার ভারে ঢাকছে বক্ষ। তা পরেই একের পর এক পোজ় দিলেন তিনি।