অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, ছোটপর্দা থেকে শুরু যাত্রা, একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। সৌমিতৃষা এখন টলিপাড়ার হটকেক।
সৌমিতৃষা কুণ্ডু সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝে মধ্যেই ভক্তদের জন্য করে থাকেন বিশেষ পোস্ট। মুহূর্তে তা সকলের নজর কাড়ে।
বর্তমানে টলিপাড়ার এক বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। চলছে তারই শুটিং। চলতি বছর ডিসেম্বরেই মুক্তি পাবে এই ছবি।
এতো গেল রিল লাইফ, তবে রিয়েল লাইফে কী করছেন তিনি? জীবনে কী এসেছে কোনও বিশেষ কেউ। এই বিষয় অতীতে কোনওদিন মুখ খোলেননি অভিনেত্রী।
তবে এবার যেন ঠোঁটের কোলে হাসি খেলে গেল। TV9 বাংলাকে হাসতে হাসতে অভিনেত্রী উত্তর দিলেন, হ্যাঁ-না। অর্থাৎ হ্যাঁ-ও না, না-ও না। তবে স্পষ্ট করে না বলে দিলেন না।
আর এই রহস্য বজায় রাখাতেই উঠছে প্রশ্ন, তবে কি সৌমিতৃষা গোপনেই রাখতে চান তাঁর প্রেমের খবর। এখনই সবটা প্রকাশ্যে আনতে চাইছেন না?
নাকি সবটাই মজার ছলে দেওয়া উত্তর। সত্যি এখনও হয়তো মনের মানুষের খোঁজ পাননি তিনি। তবে উত্তর যাই হোক না কেন, এক বাক্যে তা মেনে নিলে নারাজ তিনি।