19 October 2023
পুজোয় কী প্ল্যান সৌমিতৃষার
পুজোয় কী করছেন সেলেবরা, সেই খোঁজ আগে থেকেই শুরু করে দিয়ে থাকেন ভক্তরা। প্রিয় তারকারা কী করছেন, কোথায় থাকছেন, কী কী পোশাক কিনছেন, সবটাই থাকে নজরে
আর এবছর চর্চায় থাকা অভিনেত্রী সৌমিতৃষা তালিকা থেকে বাদ পড়বেন তা কি হয়? একেবারেই নয়। তাই তাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।
সৌমিতৃষা যদিও পুজো নিয়ে একটু অন্যস্বাদের পরিকল্পনা করতেই পছন্দ করে বলে জানালেন। তাঁর কথায়, তিনি পুজোর কটাদিন পরিবারের সঙ্গে থাকতে চান
এই মুহূর্তগুলো খুব বিশেষ। সারাবছর কিছু না কিছু কাজ তো চলতেই থাকে। সারা বছর যা করা হয় দর্শকদের জানিয়ে, তাঁদের সামনে, ক্যামেরার সামনে
তবে এই কটা দিন আর প্রচার চান না তিনি। বরং হাতের কিছু কাজ সেরে ফেলা ও কিছু উদ্বোধনের কাজ ছাড়া তিনি কোনও জায়গায় নিজেকে আটকে রাখতে চান না
তাঁর কথায়, পরিবারের সঙ্গে এইদিনগুলো কাটাতে চান, কাছের মানুষদের সময় দিতে চান। যাঁদের ইচ্ছে থাকলেও অন্যদিন সময় দেওয়া যায় না।
সদ্য নিজের প্রথম বাংলা ছবির কাজ শেষ করেছেন সৌমি। পাশাপাশি ব্যস্ত রয়েছেন আগামী কিছু প্রজেক্টের কাজ নিয়ে। তবে পুজোয় তিনি কলকাতাতেই থাকছেন
পরিবারের সঙ্গে সময় কাটান, পুষ্পাঞ্জলি দেওয়া সবটাই করবেন নিয়ম মাফিক। তবে কোথায় কখন থাকছেন, সে পরিকল্পনা এখনও পাকা হয়নি।
Learn more