শ্রাবন্তী এখন ‘দেবী চৌধুরাণী’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বঙ্কিমচন্দ্রের সেই নারী চরিত্র, যাঁকে ভয় পেত ইংরেজ শাসকের দল।
আর ‘মাস্টারমশাই’-এর মতো তাঁর ক্লাস নিচ্ছেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। ডিসেম্বর থেকে শুটিং শুরু ‘দেবী চৌধুরাণী’র।
বীরভূম, পুরুলিয়াতে শুটিং হবে প্রথমে দফায়। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে টিম দেবী চৌধুরাণী। বেশ কিছুদিন ধরে এই ছবির খবর চর্চার কেন্দ্রে।
একটি অ্যাওয়ার্ড শো-এ যাওয়ার সময় থেকে শ্রাবন্তীর সঙ্গে বন্ধুত্ব ‘দেবী চৌধুরাণী’র পরিচালক শুভ্রজিৎ মিত্রর। তারপর জানা যায়, তাঁকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ পরিচালক
দীর্ঘ সময় শ্রাবন্তীর সঙ্গে কাটে তাঁর। শ্রাবন্তীর ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো… প্রশিক্ষণের সময় পুরোটাই থাকছেন শুভ্রজিৎ।
দেবী চৌধুরানী লুক এবার প্রকাশ্যে এল অভিনেত্রী শ্রাবন্তী ভট্টাচার্যের নয়া লুক। মোট তিন লুকেই বাজিমাত করলেন তিনি। কখনও রুদ্রমূর্তী, কখনও আবার স্নিগ্ধ লুক।
এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পুজোর আগে যিনি তুমুল ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কপ ইউনিভার্সের ছবি ‘দশম অবতার’-এর প্রোমোশন নিয়ে।
শ্রাবন্তী শুটিং শুরুর আগে নিজেকে প্রস্তুত করে তোলার পর্বে যেভাবে তাঁকে মুহূর্মুহূ চমকে দিচ্ছেন, তাতে ‘মাস্টারমশাই’ হিসেবে যারপরনাই উচ্ছ্বসিত শুভ্রজিৎ।