পারিশ্রমিক বাড়ানো নিয়ে মুখ খুললেন সানি
11 September 2023
পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রে নাম লিখিয়েছেন অভিনেতা সানি দেওল
গদর ২ ছবি মোটি টাকা আয় করার পর থেকেই তা নিয়ে জল্পনা তুঙ্গে, শোনা যাচ্ছে তিনি নাকি ৫০ কোটি টাকা নিচ্ছেন
সত্যি কি তাই, এবার মুখ খুললেন সানি, জানালেন, তিনি পারিশ্রমিকের জন্য ছবি করেননি এমন কোনও দিন হয়নি
ছবি সম্ভাব্য আয় কত করতে পারে, তার ওপর নির্ভর করছে অভিনেতাকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে
কখনই একজন অভিনেতার ওপর পারিশ্রমিক চাপিয়ে দেওয়া যায় না, কেউ যদি ৫০ কোটি টাকা দিতে চান আপত্তি নেই
তবে চরিত্র নিয়ে আলোচনার আগেই পারিশ্রমিক চাপিয়ে দেওয়ার কাজ তিনি কখনই করেননি, করবেনও না
এমনটাই সাফ দাবি করেন অভিনেতা, ঝড়ের গতিতে ভাইরাল হয় সানির এই মন্তব্য। তিনি এই বিষয় কোনও দায় নেননি
বর্ধমানের মেয়ে তিনি। খুব ছোট বয়সেই পা রেখেছিলেন কলকাতায়। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
Learn more