27 MAY 2025

জুটিতে ১৩০, হিটের হাফসেঞ্চুরি! দেশের এই নায়ক-নায়িকার বিশ্বরেকর্ড আজও অক্ষত

credit:Collected

TV9 Bangla

পছন্দের তারকা দম্পতিকে বারবার একসঙ্গে রুপোলি পর্দায় দেখতে ভালবাসেন তাঁদের দর্শক এবং ভক্তকূল। যেমন ধরুন শাহরুখ-কাজল, অমিতাভ-রেখা।

বাংলা সিনেমায় হিট জুটির কথা বললেই প্রথমে মনে পড়ে এভারগ্রিন মহানায়ক-মহানায়িকার জুটি। উত্তম-সুচিত্রার জুটি। পরবর্তীকালে বাংলায় সিনেমায় জুটি হিসাবে দর্শকদের মন জিতেছেন প্রসেনজিত-ঋতুপর্ণাও।

আপনি কি জানেন ভারতীয় সিনেমায় এমন এক জুটি আছে যারা একসঙ্গে ১৫-২০ বা ৫০ নয়। কাজ করেছেন ১৩০টি সিনেমায়। এমনকি জুটি হিসাবে নিজের নাম তুলেছেন গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

তাঁরা হলেন বিখ্যাত মালায়লাম অভিনেত্রী শিলা সেলিন এবং প্রেম নাজির। একে অপরের বিপরীতে ১৩০টি সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। যার ৫০টিই সুপারহিট।

মাত্র ১৭ বছর বয়সেই অভিনয় জগতে পা রাখেন শিলা। অপরূপ সৌন্দর্য্য, অসাধারণ অভিব্যক্তি এবং নিজের ক্যারিশ্মার জোরে মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শকদের নয়নের মণি হয়ে ওঠেন তিনি।

অভিনয় করেছেন মালায়ালাম, তামিল, তেলেগু এমনকি উর্দু সিনেমাতেও। কেবল অভিনয় নয়, করেছেন নির্দেশনার কাজও। অবদান আছে সাহিত্যেও। ঝুলিত আছে ন্যাশানাল অ্যাওয়ার্ডও।

মালায়লাম সিনেমার চিরসবুজ স্টার প্রেম নাজির। ৭২০ বেশি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের রেকর্ড রয়েছে তাঁর কাছে। তিনিই বোধহয় একমাত্র অভিনেতা যাঁর এক বছরে ৩০টি সিনেমা রিলিজ হয়েছে।

সিনেমায় প্রেমের অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। তবে এ হেন নায়কের জীবন শেষ হয়ে যায় অনেক আগেই, মাত্র ৬২ বছর বয়সে।