16 October 2023

প্রসেনজিতের কাছে পুজোর নস্ট্যালজিয়া মানেই...

শহর কলকাতায় পুজো শুরু হয়ে গিয়েছে। প্রতিটা মণ্ডপের প্রস্তুতি প্রায় শেষ। এবার পালা ঠাকুর দেখার। এই সময় কী করছেন সকলের প্রিয় প্রসেনজিৎ

তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি দশম অবতার-এর প্রচারে। তারই মাঝে এবার পুজো নিয়ে আড্ডায় বুম্বাদা। 104.8 FM-এ হাজির তিনি। 

পুজো নিয়ে একগুচ্ছ কথা বললেন অভিনেতা। নিজের শৈশবের পুজো থেকে শুরু করে বর্তমানে পুজোয় কাজের চাপ, সব মিলিয়ে কতটা ব্যস্ত তিনি? 

'আমার কাছে পুজো মানে ছোট বেলায় মামার বাড়িতে পুজো হত, সেটা। আমার কাছে পুজো মানে বন্ধুদের সঙ্গে ট্যাক্সি করে ঠাকুর দেখা সেটা।' 

'তবে আমার কাছে এখন পুজো মানে হল ছবির মুক্তি। দশম অবতার। এখন দুর্গাপুজোগুলো ছবির মুক্তি নিয়েই কেটে যায়। আগেও প্রমোশন হত।' 

'তবে এখন প্রমোশন অনেক বেশি হয়। বুঝতেই পারি না পুজো কখন শুরু হয়, কখন শেষ হয়।' ছেলে ও তাঁর বন্ধুদের উদ্দেশে একটা উপদেশ যদিও প্রসেনজিৎ দিলেন।

কী সেই উপদেশ জানেন? তাঁর আর্জি এবার সবাই একটু ধুতি পাঞ্জাবি পরে বেরাতে যাক। এই চারটে দিন ধুতি পাঞ্জাবি পরাটা ভীষণ জরুরী। 

পুজোতেই মুক্তি পেতে চলেছে দশম অবতার। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। সঙ্গে রয়েছেন একগুচ্ছ স্টার, অনির্বাণ, প্রসেনজিৎ-এর জুটি কতটা নজরকাড়ে...