ইমন চক্রবর্তী। গানের জগতে বর্তমানে এক অন্যতম নাম। নয়া গাইকিতে সকলের মন বারবার জয় করেছেন যিনি, সেই সেলেবের কণ্ঠেই এবার প্রেমভাঙার সুর।
শীত মানেই জলসা। শীত মানেই কনসার্ট। যেখানে বিভিন্ন স্টারদের উপস্থিত হতে দেখা যায়। প্রিয় গায়ক-গায়িকাদের গান শুনতে, কিংবা প্রিয়স্টারদের বিভিন্ন পারফর্ম দেখতে তাঁরা উপস্থিত হয়ে থাকেন দলে দলে।
সম্প্রতি এমনই এক কনসার্টে উপস্থিত হয়েছিলেন ইমন চক্রবর্তী। গায়িকার অন্যতম জনপ্রিয় গান তুমি যাঁকে ভালবাস গাইবার আগেই তিনি এ কী বলে বসলেন?
ইমন মঞ্চে সকল দর্শকদের উদ্দেশে বলে ওঠেন, আপনাদের যদি কারও মন ভেঙে থাকে তবে সব সময় একটা কথা মাথায় রাখবেন, একটা তালা, একটা চাবি, দুটোই খুব ভাল, শুধু এই চাবিটা এই তালার জন্য নয়।
ইমনের এই কথা শোনা মাত্রই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ বেড়ে যায়। আর ঠিক সেই সময়ই তিনি গেয়ে ওঠেন, তুমি যাঁকে ভালবাস গানটি।
এখানেই শেষ নয়, এদিন সকলের উদ্দেশে তিনি আরও একটি কথা বললেন, যদি তাঁকে ভাল বাসতে হয়, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে।
আর সেটা হল, পশুদের প্রতি একটু যত্নশীল হতে হবে। তাদের পাশে থাকতে হবে। বললেন, কথায় আছে জীবে প্রেম করে যেই জন...।
ঈশ্বরের সেবা এখানেই লুকিয়ে। পশুরা বড্ড বেশি অসহায়। ওদের সাহায্য করলেই ঈশ্বর খুশি। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে।