টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়ালের মধ্যে প্রথমেই রয়েছে 'তারক মেহতা কা উল্টা চশমা'। এই সিরিয়ালের অন্যতম জনপ্রিয় চরিত্র জেঠালাল।
প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন এই পর্দার জেঠালাল। গত ১৮ বছর ধরে এই 'তারক মেহতা কা উল্টা চমশা' টেলি-সিরিয়ালের অন্যতম মূখ্য চরিত্রে অভিনয় করছেন জেঠালাল চম্পকলাল।
তাঁর আসল নাম দিলীপ জোশী। এই সিরিয়ালের হাত ধরে জেঠালার চরিত্রটি প্রতিটি বাড়ির ড্রইংরুমে পৌঁছে গিয়েছে। একটা সময় ছিল যখন, দিলীপ জোশী পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন।
আজ, অবশ্য তিনি তারক মেহতা কা উল্টা চমশার প্রাণ। বর্তমানে তাঁর আর কোনও কিছুর অভাব নেই। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুসারে দিলীপ জোশীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা।
দিলীপ জোশী এর আগে 'হাম আপকে হ্যায় কৌন', 'ম্যায়নে প্যায়ার কিয়া'-র মতো সিনেমাতে অভিনয় করেছেন। একটি গুজরাটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।
মাত্র ১২ বছর বয়সে থিয়েটারে কাজ করা শুরু করেন দিলীপ জোশী। এরপর থেকে কঠোর পরিশ্রম করে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
আর দর্শকদের সেই ভালোবাসা বাড়তে বাড়তে একটা আলাদা মাত্রা তৈরি করেছে। প্রসঙ্গত, 'তারক মেহতা কা উল্টা চমশা' সিরিয়ালের প্রতিটি এপিসোডের শুটিংয়ের জন্য জেঠালাল পান ৭০ হাজার টাকা করে।
'তারক মেহতা কা উল্টা চশমা' দেশের জনপ্রিয় একটি কৌতুক টেলিভিশন ধারাবাহিক। যা ২৮ জুলাই ২০০৮ থেকে সনি সাবে সম্প্রচারিত হয়ে আসছে। এটি দেশের দীর্ঘদিন ধরে চলা টেলিভিশন ধারাবাহিকের মধ্যে একটি।