23 MAY 2025

শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথের কে হয়?

credit:PTI

TV9 Bangla

বাংলার ঠাকুর পরিবারের সুনাম ছড়িয়ে গোটা বিশ্ব জুড়ে। কেবল বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ নয়, এই পরিবারের প্রায় সকলেরই কিছু না কিছু অবদান রয়েছে সমাজে।

সেই ধারায় ছেদ পড়েনি আজ পর্যন্ত। তাই ঠাকুর পরিবারের জন্য বাঙালির হৃদয়ে সর্বদা এক বিশেষ জায়গা থাকবে। আজও সেই পরিবারের কন্যা নিজের কাজের মধ্যে  দিয়ে মন জয় করে চলেছেন আপামর বাঙালির।

তিনি হলেন সকলের প্রিয় শর্মিলা ঠাকুর। তাঁর অভিনয় ঝড় তোলে দর্শকদের মনেও। বিয়ে করেছেন ভারতের আরেক গৌরবময় পতৌদি পরিবারে। কিন্তু শর্মিলা ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কী সম্পর্ক?

এক সাক্ষাৎকারে বলি অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সেই কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাই ছিলেন গিরিন্দ্রনাথ ঠাকুর। তাঁর পুত্র হলেন গুণেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথের খুড়তুতো ভাই হলেন গুণেন্দ্রনাথ।

শর্মিলা ঠাকুর নিজেই জানিয়েছিলেন, তিনি গুণেন্দ্রনাথ ঠাকুরের বংশধর। শর্মিলা ঠাকুরের ঠাকুরদার বাবা হলেন গগেন্দ্রনাথ ঠাকুর। যিনি ছিলেন একাধারে কার্টুনিস্ট এবং চিত্রশিল্পী।

গগেন্দ্রনাথ হলেন গুণেন্দ্রনাথের বড় ছেলে এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। ভারতে কিউবিজম এসেছে এই দুই ভাইয়ের হাত ধরে। শর্মিলা জানান, দুজনেই জাপানি চিত্রকলা দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন।

অর্থাৎ সোজ কথায় শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের খুড়তুতো ভাইয়ের পরিবারের সদস্য। প্রথমে ঠাকুর পরিবারের সকলে একসঙ্গেই থাকতেন। তাঁরা ছিলেন ব্রাহ্মণ।

শর্মিলা জানান পরবর্তী কালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ব্রাহ্ম হয়ে যান। কিন্তু তাঁর পূর্বপুরুষরা ব্রাহ্মণত্ব ত্যাগ করেননি।