সুস্থ হয়ে 'জওয়ান' দেখুন, কাকে বললেন শাহরুখ
17 September 2023
শাহরুখ খান বলে কথা, ভক্তের প্রতি তাঁর নজর থাকবে না তা কি হয়? বিশেষ করে কামব্যাকের পর তিনি ভক্তদের সঙ্গে নিত্য যোগাযোগ করে থাকেন
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে প্রতিটা পদে পদে শাহরুখ খানের পোস্ট। কোনও না কোনও ভক্তদের সঙ্গে তিনি কথা বলছেন
এবার এক ভক্ত হাসপাতাল থেকে একটি ভিডিয়ো শেয়ার করলেন, যা দেখে চুপ থাকতে পারলেন না কিং খান
মুহূর্তে তিনি হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভক্তের উদ্দেশে লিখলেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আর জওয়ান দেখেন
শাহরুখ খান কেবল তাঁকেই নয়, সব ভক্তদেরই বারবার অনুরোধ করছেন, তাঁরা যেন একবার জওয়ান ছবি দেখে আসেন।
কেউ কেউ আবার ছবি দেখে শাহরুখ খানকে প্রশংসাও জানাচ্ছেন, ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে শাহরুখ খানের এক একটি পোস্ট।
না কেবল সাধারণ মানুষই নয়, শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছে গোটা দেশের সেলেব মহল।
সম্প্রতি আল্লু অর্জুন থেকে শুরু করে বলিউড স্টারকাস্ট, সকলেই গোটা জওয়ান টিমকে শুভেচ্ছা জানিয়ে গেল।
Learn more