রণবীরের দ্বিগুন সম্পত্তি আলিয়ার
20 September 2023
কোন আক্ষেপ মনে চেপে রেখেছিলেন করণ?
21 September 2023
সদ্য উত্তরবঙ্গে শুটিং সেরে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। কেমন ছিল সেই শুটিং অভিজ্ঞতা? সৌমির কথায় দারুণ।
সৌমিতৃষাকে বার বার বলতে শোনা গিয়েছে তিনি এই কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। বাংলা সিনেপাড়ায় এখন তাঁর চাহিদা তুঙ্গে
ঝড়ের গতিতে ভাইরাল তাঁর এক একটি পোস্ট। ছবির প্রস্তাবও কম পাচ্ছেন না তিনি। জিতের ছবির প্রস্তাব ফেরাতে বাধ্য হয়েছিলেন
'প্রধান' ছবির পর কোন কাজ? প্রশ্ন করতে TV9বাংলাকে সৌমিতৃষা জানালেন, অনেক প্রস্তাব তিনি পাচ্ছেন। কিন্তু এখনই কিছু বলতে পারছেন না
কারণ প্রধান ছবির শিডিউল বেশ লম্বা। আর ঠিক সেই কারণেই এখনও অনেকটা কাজ বাকি থেকে গিয়েছে। অনেকটা সময় লাগছে এই ছবির কাজ শেষ হতে
সেই কারণেই এখনই কিছু স্থির করে উঠতে পারেননি। একটি বড় প্রজেক্টের প্রস্তাবও পেয়েছিলেন। তবে তাও ফেরাতে হয়েছে তাঁকে।
সৌমির কথায়, ''আমি যখন যে কাজটা করি, সেটাতেই মন দিয়ে থাকি। মিঠাই-এর ক্ষেত্রেও সেটাই চেষ্টা করেছিলাম। এখনও তাই করে যাচ্ছি''
রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের বর্তমানে সর্বাধিক চাহিদা যে জুটির তুঙ্গে তাঁদের ঝুলিতে কত কোটি? একের পর এক কাজও পাচ্ছেন তাঁরা মোটা টাকায়
Learn more