চর্চায় এখন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। গালা সেলিব্রেশনে গা ভাসিয়েছেন জুটি। মেহেন্দি থেকে বিয়ে, ঠিক যেন রাজকীয় ব্যপার। ৬ মার্চ রিসেপশন।
পরিবারের প্রিয়জন ও টলিউড থেকে হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতেই বিয়ে সারলেন তাঁরা। নিজের বিয়ের বেনারসীর ডিজাইন নিজেই করেছিলেন শ্রীময়ী।
লাল বেনারসী ও ভারী গয়নায় সেজে কাঞ্চনকে করে নিলেন আপন। যাবতীয় সমালোচনা থেকে নিজেকে সরিয়ে রেখে শ্রীময়ীর হলেন কাঞ্চন।
১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। শ্রীময়ী দাবি করেছিলেন পুরোটাই নাকি ছিল সারপ্রাইজ। বিয়ে যে করবেন তা নাকি আগে থেকে ঠিকই ছিল না।
২ মার্চ সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন ও শ্রীময়ী। একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল। যা নিয়ে চর্চা তুঙ্গে। বয়সের ফারাক থেকে তৃতীয় বিয়ে, শুনতে হচ্ছে সবটাই।
যদিও কেমন মনের মানুষ চান, তা অতীতেই খোলসা করেছিলেন শ্রীময়ী চট্টোরাজ। দিদি নম্বর ওয়ান মঞ্চে এসে তিনি জানিয়েছিলেন মনের কথা।
সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, আমি একটু বয়ষ্ক অর্থাৎ প্রবীণ মানুষ পছন্দ করি। বাবা সুলভ আচরণ হবে। অনেক বেশি খেয়াল রাখবে।
যা শুনে বেজায় হেসেছিলেন অনেকেই। কিন্তু শ্রীময়ীর সেদিনের কথার সঙ্গে বাস্তবের ছবিটা একেবারেই মিলে গেল। তিনি একাধিকবার জানিয়েছেন, তিনি কাঞ্চনের সঙ্গে ভাল আছেন।