WhatsApp Image 2024-01-11 at 17.13.49
image

08 April, 2024

ছবি হিট হতেই মানসিক অবসাদে হৃত্বিক... 

image

TV9 Bangla

WhatsApp Image 2024-01-11 at 17.13.49 (1)

হৃত্বিক রোশন, বলিপাড়ার ডুগ্গু। যাঁকে নিয়ে সর্বত্র চর্চা তুঙ্গে ওঠে কাহো না পেয়ার হ্যায় ছবি মুক্তি পাওয়ার পর থেকে। রাকেশ রোশনের ছেলে তিনি। 

WhatsApp Image 2024-01-11 at 17.13.49 (2)

বলিউডের স্টারকিড বটে, তবে খুব একটা ভাগ্যের শিকে ছিঁড়তে দেখা যায়নি তাঁর ক্ষেত্রে। ফলে বাবার চেষ্টাতেই বলিউডে লঞ্চ হয়েছিলেন তিনি

WhatsApp Image 2024-01-11 at 17.13.49 (3)

তবে সেই লঞ্চ যে ধামাকা সৃষ্টি করবে, তা অনেকেই ভেবে উঠতে পারেননি। কারণ একটাই, হৃত্বিত ততটা পরিচিত ছিলেন না বলিউডের অন্দরমহলে। 

যার ফলে তাঁর বিপরীতে করিনা কাপুরকে লঞ্চ করানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কাপুর পরিবার। তার পরিবর্তে আমিষা প্যাটেলকে আনা হয়। 

তবে ছবি যখন রমরমিয়ে চলছে, ঠিক তখনই হৃত্বিক রোশন নিজেকে সব কিছুর থেকে গুটিয়ে নিয়েছিলেন। ভয় পেয়েছিলেন এত জনপ্রিয়তা দেখে। 

ভেবেছিলেন তিনি যদি এত মানুষের আশা, প্রত্যাশা মান তিনি রাখতে পারবেন কি না? তিনি বুঝে উঠতে পারছিলেন না। 

সলমন খান– তাঁর বিরুদ্ধে টুঁ শব্দটি করার সাহস নেই কারও– বলিউড ইন্ডাস্ট্রিতে রটনা এমনটাই। রটনা, যে বা যাঁরা সলমনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ফলাফল ভাল হয়নি। 

তিনি স্থির করেছিলেন অভিনয় জগত থেকে তিনি সরে দাঁড়াবেন। তিনি অভিনয় করতে পারবেন না। যদিও তাঁকে ফিরে তাঁকাতে হয়নি।

বর্তমানে সেই হৃত্বিক এখন বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন। বলিউড বক্স অফিসের অন্যতম ভরসা তিনি।