WhatsApp Image 2024-04-06 at 16.56.38
insomnia 3
image
insomnia 3

046 April, 2024

আব্রামকে জন্ম দেননি গৌরী, জানেন কে তাঁর 'মা'?

credit: istock

image

TV9 Bangla

WhatsApp Image 2024-04-06 at 16.56.39

খান পরিবারের আদরের সন্তান আব্রাম খান। শাহরুখ খান ও গৌরী খানের ছোট ছেলে সে।

WhatsApp Image 2024-04-06 at 16.56.40

তবে জানেন কি গৌরী খান তাঁর জন্মদাত্রী মা নন। সারোগেসির মাধ্যমে আব্রামকে পান শাহরুখ ও গৌরী।

WhatsApp Image 2024-04-06 at 16.56.40 (1)

আব্রামের জন্মরহস্য নিয়ে কম আলোচনা হয়নি। বারেবারেই নেটিজেনদের উৎসুক মন প্রশ্ন করেছে, 'কে তাঁর মা'?

সারোগেট মায়ের পরিচয় দেওয়া অনৈতিক, তবে বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি, এ দেশের মানুষ নন আব্রামের সারোগেট মা

তিনি নাকি বিদেশী, অনেক সূত্রই আবার দাবি করে বোনের সন্তানকেই নাকি আপন করেছেন গৌরী খান

আব্রাম যখন জন্ম নেন, আগে থেকে কাউকে কিচ্ছুটি জানাননি শাহরুখ খান ও তাঁর পরিবার

একেবারেই সারপ্রাইজ ছিল তা সকলের কাছে, সেই কারণে তা নিয়ে কম আলোচনা হয়নি, রটেছিল কুৎসিত সব রটনা

যদিও এই সব আলোচনাকে কবেই বা পাত্তা দিয়েছেন 'রাজা'? আব্রামই তাঁর চোখের মণি। ধিরুবাই অম্বানি স্কুলে এই মুহূর্তে পড়ছে সে।