10 MAR 2025

৩৭ বছর বয়সেও কেন 'কুমারী' ববিতাজি?  

credit:Facebook

TV9 Bangla

'তারক মেহতা কা উল্টা চশমা', সেই ২০০৮ থেকে শুরু করে আজও চলছে সেই ধারাবাহিক। ৮-৮০ সকলের প্রিয়। এই সেই ধারাবাহিকের অন্যতম প্রিয় চরিত্র ববিতাজি।

রিল লাইফের মতো রিয়েল লাইফেও ববিতাজির রয়েছে লক্ষ লক্ষ ভক্ত। জেঠালালের প্রিয় ববিতাজির চরিত্রে অভিনয় করা মুনমুন দত্ত বাস্তবেও বাঙালি।     

মুনমুন দত্তের অভিনয়ের সঙ্গেই তাঁর রূপের গুণেও মোহিত, ভক্তগণ। ৩৭ বছর বয়সী ববিতাজির এক লুকেই ঘায়েল শয়ে শয়ে পুরুষ। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই।

কার সঙ্গে সম্পর্কে আছেন মুনমুন? কে হতে চলেছে তাঁর স্বামী তা নিয়েও ভক্তদের কৌতুহল। এমনকি ৩৭ বছর বয়সেও কেন সিঙ্গেল মুনমুন সেই নিয়েও রয়েছে প্রশ্ন। কেন এখনও বিয়ে করেননি অভিনেত্রী?

বর্তমানে সিঙ্গেল হলেও এক সময় অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্ক ছিলেন মুনমুন দত্ত। বিভিন্ন রিপোর্ট অনুসারে ব্যক্তিগত সমস্যার কারণে ইতি হয় তাঁদের সম্পর্ক।

জানা যায় একটা সময়ে তাঁরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে আরমান নাকি মুনমুনকে মারধর করতেন।

একবার ভ্যালেন্টাইন্স ডে'তে আরমান কোহলি এবং মুনমুন দত্তের মধ্যে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার পর আরমান মুনমুনকে মারধর শুরু করে, এরপর মুনমুন আরমান কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরমান কোহলির খারাপ আচরণের পর থেকেই মুনমুন পুরুষদের ঘৃণা করতে শুরু করেন। বর্তমানে, অভিনেত্রী তাঁর সিঙ্গেল লাইফ নিয়েই খুশি।