14 January 2024

'জ্বলতে শেখ', রণবীরকে কেন বলেন আলিয়া? 

credit: istock

TV9 Bangla

অ্যানিম্যাল সাকসেস পার্টি থেকেই জল্পনা তুঙ্গে। সম্পর্ক ভাল নেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের? এই প্রথম জুটিকে দেখে ফেক মন্তব্য করে বসলেন এক শ্রেণি। 

অপর শ্রেণি আবার রণবীর ও আলিয়ার চোখের ঠাণ্ডা লড়াই আঁচ করে বসলেন। যদিও তাঁরা এই বিষয় কোনও মন্তব্য না করলেও নেটপাড়ায় নিন্দুকেরা যা চুপ করে বসে থাকবেন না

সম্প্রতি যে ভিডিয়ো প্রকাশ্যে উঠে এলো তা দেখে চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। আলিয়া ভাট, জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। 

তিনি স্বামী রণবীর কাপুরের হাত ধরে উপস্থিত হয়েছিলেন অ্যানিম্যাল ছবির সাকসেস পার্টিতে। গোটা বলিউড যেখানে আমন্ত্রিত। সকলের সামনেই পোজ় দিয়ে ছবি তুললেন রণবীর কাপুর আলিয়া ভাট।

নীল পোশাকে এদিন দারুণ লাগে অভিনেত্রীকে। পরিবারের সকলকে নিয়েই এই পার্টিতে উপস্থিত হয়েছিলেন রণবীর কাপুর। কিন্তু কোথায় কী?

সেলিব্রেশন তো দূরের কথা, আলিয়ার সঙ্গে সামান্য একটা ছবি তুলে গিয়ে যা করলেন রণবীর, তা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। দেখে হতবাক হয়েছিলেন নেটপাড়া। 

সেই জল্পনার মাঝে এবার সামনে এলো আলিয়ার এক সাক্ষাৎকাকরের ক্লিপিং। যেখানে তিনি স্পষ্ট বলেছিলেন জ্বলতে শেখো। কেন বলেছিলেন জানেন?

নীতু কাপুর রণবীরের উদ্দেশে বলেছিলেন সূর্য। যার উত্তরে আলিয়া ভাট পাল্টা কমেন্ট করেছিলেন, সূর্যের মতো জ্বলতে শেখো। রণবীরের জন্মদিনে ভাইরাল হয়েছিল এই পোস্ট।