৫৪ বছর বয়সে এসে, পূর্বে তিনটে বিয়ে, ডিভোর্স এবং অগুনতি প্রেমে ব্যর্থ চার্লি এক বালিকার প্রেমে পড়লেন। সেই সময় জোয়ান বেরি নামের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে চার্লি চ্যাপলিনের সম্পর্ক নিয়ে তোলপাড় হচ্ছে।
আদালতে মামলা চলছে। জোয়ানের সঙ্গে সম্পর্ক তৈরি হয় চার্লির। জোয়ানের গর্ভে আসে চার্লির সন্তান। সেই সন্তানকে অস্বীকার করেছিলেন চার্লি।
উঠতি অভিনেত্রীকে ফিরিয়ে দিয়েছিলেন। জোয়ানও হেরে যাওয়ার পাত্রী ছিলেন না। বিষয়টি নিয়ে আইনের দারস্থ হয়েছিলেন তিনিও। চারদিকে ঢিঢি পড়ে গিয়েছিল।
উঠতি অভিনেত্রীকে ফিরিয়ে দিয়েছিলেন। জোয়ানও হেরে যাওয়ার পাত্রী ছিলেন না। বিষয়টি নিয়ে আইনের দারস্থ হয়েছিলেন তিনিও। চারদিকে ঢিঢি পড়ে গিয়েছিল।
নানারকম ডাক্তারি পরীক্ষা হয়েছিল চার্লির। সেসবের পর্যবেক্ষণের পরেই আদালত রায় পেশ হয়। মামলায় হেরে যান চার্লি। সেই সময় চার্লি ব্যক্ত করেছিলেন, অভিনেত্রী ওনা ওনিলকে বিয়ে করেছেন তিনি।
১৮ বছর বয়সি ছোট মেয়েটিই তখন সারাটা হৃদয় জুড়ি বাস করছেন চার্লির। নিজের আত্মজীবনীতে চার্লি লিখেছিলেন, “ওনা আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্য়ায়ের নাম ওনা ওনিল।”
চার্লির পুত্র চার্লস বলেছিলেন, “বাবাকে ওনা পুজো করেন।” একমাত্র এই বিয়েটাই টিকেছিল চার্লি চ্যাপলিনের। কেবল মৃত্যুই আলাদা করতে পেরেছিল চার্লি-ওনাকে।
চার্লির মৃত্যুর পর তাঁর তরুণী বিধবা ওনার কাছে বহু বিবাহের প্রস্তাব এনেছিলেন। কিন্তু চার্লি-প্রেমে মগ্ন ওনার আর কাউকেই মনে ধরেনি।
চার্লির বিবাহিতা হিসেবে নিজের পরিচয় করাতে বুকটা ফুলে উঠত ওনার। চার্লির সঙ্গে আটটি সন্তান ছিল তাঁর।