বিদেশে গেলেই তো পাসপোর্ট লাগে। আর সেই পাসপোর্টের রঙ হয় নীল। কিন্তু জানেন সবার পাসপোর্ট নীল রঙের হলেও বলিউড বাদশা শাহরুখের পাসপোর্টের রঙ মেরুন।
এক দেশ থেকে অন্য দেশে যেতে পাসপোর্ট লাগে। এই পাসপোর্ট থেকেই বোঝা যায় কে কোন দেশের মানুষ। প্রতিটি দেশের নাগরিকদের পাসপোর্টের রঙ ভিন্ন-ভিন্ন। ভারতীয় নাগরিকদের পাসপোর্টের রঙ নীল।
তবে জানলে খানিক অবাক হবেন শাখরুখ কিন্তু আর পাঁচজনের মতো নীল রঙের পাসপোর্ট ব্যবহার করেন না।
নীল পাসপোর্ট ভারতীয় পরিচয় বহন করলেও, আরও দুই ধরনের পাসপোর্ট ব্যবহৃত হয়। মেরুন এবং সাদা পাসপোর্ট ব্যবহার করতে দেখা যায় অনেককে।
মূলত সরকারি কর্মকর্তারা পেয়ে থাকেন সাদা পাসপোর্ট, আর মেরুন পাসপোর্ট হাতে গোনা মানুষ পেয়ে থাকেন। বিদেশমন্ত্রক মূলত কূটনীতিক ও উর্ধ্বতন কর্মকর্তাদের এই মেরুন পাসপোর্ট দেওয়া হয়ে থাকে।
তাহলে শাহরুখ কীভাবে পেলেন এই পাসপোর্ট? আসলে ভারতের পাশাপাশি গোটা বিশ্বে সর্বত্রই শাহরুখের সুনাম। সেই কারণে এই বিশেষ পাসপোর্ট দিয়ে তাঁকে সম্মান দেওয়া হয় ভারতের তরফে।
এই পাসপোর্ট যাঁদের কাছে কাছে আছে তাঁদের জন্য বিদেশী অভিবাসন নীতিও সহজ হয়ে ওঠে। এই পাসপোর্ট যাঁদের থাকে তাঁদের আন্তর্জাতিক সফরের জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না।
যদিও ইন্ডিয়া ডট কমের একটি প্রতিবেদন অনুসারে শাহরুখ খান মেরুন পাসপোর্ট ব্যবহার করেন কি না এই বিষয়ে কোনও তাঁর বা তাঁর টিমের কাছ থেকে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।