শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। প্রথম সন্তানের বয়স যখন তিন তখনই তাঁরা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিকল্পনা করেই দ্বিতীয়সন্তান।
ছোট্ট ইউভান এখন বড় দাদা হতে চলেছে। গোটা পরিবারে এখন খুশির মেজাজ। যদিও এবার আর পর্দার আড়ালে থাকেননি শুভশ্রী। একের পর এক কাজ করে চলেছেন তিনি।
এখনও চলছে ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো। সেখানেই বিচারকের ভুমিকায় দেখা গিয়েছে তাঁকে। গ্ল্যামার যেন উপচে পড়ছে। প্রতিটা ফ্রেমেই তিনি পার্ফেক্ট।
শুভশ্রী পার্টি থেকে শুরু করে শুট, সবেতেই সমানতালে অংশ গ্রহণ করছেন। আবার যত্ন নিচ্ছেন শরীরেরও। শরীরচর্চায় কোনও খামতি রাখেননি তিনি।
সবটাই চলছে নিয়মমাফিক। তবে প্রেগনেন্সি ক্রেভিং থাকবে না এমনটা তো হয় না। তাই তিনিও মেতে উঠলেন আইস্ক্রিম ট্রিটে। আর সেই আইস্ক্রিম ট্রিট কে দিয়েছেন জানেন?
তিনি হলেন অঙ্কুশ হাজরা। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে সেই ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। সেখানেই তিনি আইস্ক্রিম খাওয়ার ছবি শেয়ার করে নিলেন।
পলকে সেই ছবি দর্শকদের নজর কাড়ল। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখনও ক্যামেরার সামনে কাজ করে চলেছেন। চলতি বছরই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য
রাজ চক্রবর্তী জানিয়েছিলেন ইউভানের একজন খেলার সঙ্গীর কথা মাথায় রেখেই দ্বিতীয় সন্তান পরিকল্পনা করা। এখন কেবল সুখবরের অপেক্ষা।