24 September 2023
বিভ্রান্তিতে সৌমিতৃষা?
সৌমিতৃষা কুণ্ডু, যাঁর প্রতিটা পোস্টে থাকে ভক্তদের কড়া নজর। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সৌমিতৃষা, মাঝে মধ্যেই করেন পোস্ট
এবারও তার ব্যতিক্রম হল না। বেশ কিছু মজার রিলস তাঁকে শেয়ার করতে দেখা গেল। কিছু সম্পর্ক নিয়ে, আর কিছু বেশ মনের কাছাকাছি
তেমনই এক মজার রিলস দেখে নেটিজেনদের একাংশের অনুমান তবে কি এটা সৌমির মনের কথা? মধ্য রাতে তবে এটাই করেন তিনি
অনেকেই রয়েছেন যাঁরা রাত জেগে থাকতে পছন্দ করেন। দেরি করে ঘুমতে যান। কিন্তু এটা জানেন যে তাড়াতাড়ি ঘুমতে হবে
এটা ভাবলেও বাস্তবে কি সত্যি সমসময় সবটা সত্যি হয়? মধ্য রাতে উঠে কফি পান করা, তাকিয়ে বসে থাকা, ফোন ঘাঁটা সবটাই চলে
মধ্যে রাতে তাই বিভ্রান্তিও সৃষ্টি হয়। দীপিকা পাড়ুকোনের ছবির বেশ কিছু ক্লিপিং নিয়ে তৈরি একটি রিলস তিনি শেয়ার করে বসেন
যা দেখা মাত্রই সকলের প্রশ্ন, এটা কেবলই পছন্দের একটি রিলস বলে শেয়ার করেছেন তিনি, নাকি মধ্যে রাতে এটাই তাঁর নিজের কাহানি?
সৌমিতৃষার প্রতিটা পোস্টে ভক্তদের নজর। বর্তমানে তিনি প্রধান ছবির কাজে ব্যস্ত রয়েছেন। হাতে রয়েছে একগুচ্ছ কাজ।
Learn more